ad
ad

Breaking News

Cm Mamata Banerjee

Cm Mamata Banerjee : হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে যাচ্ছে প্রতিনিধি দল

গত শনিবার কালীঘাটের বাড়িতে দলের জয়ী সাংসদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো

Trinamool stands by Haryana's agitating farmers

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পাঁচ সদ্যসের একটি প্রতিনিধি দিল। তৃণমূল প্রতিনিধি দলে আছেন রাজ্যসভার পাঁচ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে। হরিয়ানার খানাউরি সীমান্তে পৌঁছে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করবেন তাঁরা। পৌঁছে দেবেন, মুখ্যমন্ত্রীর বার্তা। ‘আমরা আপনারদের সঙ্গে আছি। কেন্দ্রে মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে অবশ্যই দাবি পূরণ করতে হবে।‘- মুখ্যমন্ত্রীর এই বার্তা কৃষকদের কাছে পৌঁছে দেবে তৃণমূল প্রতিনিধি দল।

[ আরও পড়ুন :  Delhi Weather: দিল্লিতে ৩২ দিন ধরে ৪০ ডিগ্রি তাপমাত্রা, ১৪ বছরের দীর্ঘতম রেকর্ড রাজধানীতে ]

গত শনিবার কালীঘাটের বাড়িতে দলের জয়ী সাংসদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে ঠিক হয় হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে পাঠানো হবে একটি প্রতিনিধি দল। সেই মতো হরিয়ানায় যাচ্ছে তৃণমূলের পাঁচ সাংসদ। প্রথম থেকেই আন্দোলনরত কৃষকদের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস। এর আগেও একাধিকবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। তাঁদের দাবির সঙ্গে সহমত হয়ে সুর চড়িয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। কৃষকদের ন্যায্য দাবি আদায়ে তৃণমূল যে তাঁদের পাশে আছে তা ফের প্রমাণ হল। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল দুপুর ১২টা নাগাদ পৌঁছতে পারে খানাউরি সীমান্তে।

[ আরও পড়ুন : Cm Mamata Banerjee : হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে যাচ্ছে প্রতিনিধি দল ]