ad
ad

Breaking News

Supreem Court

Supreem Court: নিট দুর্নীতি নিয়ে তোলপাড় দেশ, এনটিএ-র নোটিশ তলব সুপ্রিম কোর্টের

নিট দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিশ দিয়ে জবাব তলব করল দেশের শীর্ষ আদালত

Supreme Court summons notice of NTA over net corruption in the country

সংগৃহীত

Bangla Jago Desk: নিট দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিশ দিয়ে জবাব তলব করল দেশের শীর্ষ আদালত। নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার। শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং আহসানুদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে এনটিএ-কে নোটিশ দিয়ে জবাব তলব করেছে।

[ আরও পড়ুন:

Delhi Court: নাবালিকার সম্মতিতে যৌন সম্পর্ক হলেও, সেটি অপরাধ- জানাল দিল্লি কোর্ট]

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে গোটা দেশে তোলপাড় হচ্ছে। নিট-এ প্রশ্ন ফাঁস এবং প্রচুর নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। সব থেকে আশ্চর্যের এবছর একসঙ্গে ৬৭ জন প্রথম স্থানে জায়গা পেয়েছেন। তাদের সকলেই ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেয়েছেন। ঢালাও নম্বর দেওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে শিক্ষামহল। নিট কর্তৃপক্ষ অবশ্য রাদের দিকে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। যদিও নিট বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

একটি মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লা বলেন, ‘পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। তাই আমরা উত্তর চাই। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে নোটিশ দিয়ে জবাব তলব করে দেশের শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী, আদালতে কাউন্সেলিং বন্ধ করার আর্জি জানান। তবে সেই আবেদন গ্রাহ্য করেনি আদালত। দুই বিচারপতির বেঞ্চ আপাতত অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চেয়েছে।চলতি বছরের ৫ মে হয়েছিল নিট। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ১৭ মে পরীক্ষার ফলপ্রকাশের স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। স্থগিতাদেশ না দেওয়ায় ফলপ্রকাশ হয়। এবার ফলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল।