ad
ad

Breaking News

Central Cabinet

Central Cabinet: কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা দায়িত্ব পাচ্ছেন,একনজরে দেখে নেওয়া যাক

সোমবার সন্ধ্যায় দিল্লিতে বসে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Let's take a look at who is getting responsibility in the Union Cabinet

Bangla jago Desk: সোমবার সন্ধ্যায় দিল্লিতে বসে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেই বৈঠকে দফতর বন্টন নিয়ে এক প্রস্থ আলোচনা হয়।সূত্রের খবর, মন্ত্রিসভায় বিভিন্ন রাজ্য,অঞ্চলও জাতির প্রতিনিধি রাখার বিষয়ে বৈঠকে মাথায় রাখা হয়।আরও জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রাখা হচ্ছে রাজনাথ সিংকে ,বিদেশ দফতরে এস জয়শঙ্করই থাকছেন।অর্থ মন্ত্রক সামলাবেন নির্মলা সীতারামণ, সড়কও ভূতল পরিবহণ মন্ত্রী থাকছেন নিতিন গডকড়ি। গডকড়ির দফতরে দুজন প্রতিমন্ত্রী হচ্ছেন ।একজন হলেন অজয় টামটা,অন্যজন হলেন হর্ষ মলহোত্রা।

1_Upload_3872 (1)

সূত্রের আরও খবর, এছাড়া হরিয়ানার প্রাক্তন  মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন  মন্ত্রক, শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষি মন্ত্রকও। জে পি নাড্ডা হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।  শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারী শিল্প  পদে আনা হল কুমারস্বামীকে। সংসদীয় মন্ত্রী হচ্ছেন কিরেন রিজিজু। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শান্তনু ঠাকুর সেই মন্ত্রকের ডেপুটি হচ্ছেন।  খাদ্য ও উপভোক্তা মন্ত্রী হচ্ছেন প্রহ্লাদ যোশী ,বস্ত্র মন্ত্রী পদে এলেন গিরিরাজ সিং।তথ্যপ্রযুক্তিও রেল মন্ত্রী পদে থাকছেন অশ্বিনী বৈষ্ণো। এই মন্ত্রিসভায় বিগ ফোর বলে পরিচিত অর্থ,প্রতিরক্ষা,স্বরাষ্ট্র ও বিদেশ দফতর কোনও শরিককে যে ছাড়া  হচ্ছে না তাও স্পষ্ট।

[আরও পড়ুনঃ PM Modi Swearing-in Ceremony : শুরুতেই হোঁচট, মোদি-সরকারে যোগ দিল না এনসিপি’র অজিত পাওয়ার গোষ্ঠী

যদিও শিবসেনা শিন্ড গোষ্ঠী মন্ত্রীদের দায়িত্ব বন্টন নিয়ে মোটেই খুশি নয় বলে জানা যাচ্ছে।অজিত পাওয়ারও পূর্ণ মন্ত্রী না মেলায় অসন্তোষ ব্যক্ত করেছেন ঘনিষ্ঠ মহলে।তবে মহারাষ্ট্রের সরকারের ক্ষমতা ভোগ করার জন্য তাঁরা প্রকাশ্যে বিদ্রোহ করতে নারাজ।এদিকে,বিহারে আগামী বছর ভোট রয়েছে।তাই নীতীশকুমারের দলের কাউকে রেল মন্ত্রক না দিলেও চিরাগ পাসোয়ানকে ক্রীড়া-খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী করা হয়েছে। হাম পার্টির প্রধান জিতিন রাম মাঝিকে ক্ষুদ্র,ছোট-মাঝারি উদ্যোগ দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী করে বিহারে জোট শরিকদের সন্তুষ্ট রাখার প্রয়াস বিজেপি নিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।