ad
ad

Breaking News

Mohan Bhagwat

Mohan Bhagwat: মণিপুরে হিংসা থামানোর বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের

গপুরে এক সভায় ভাগবত বলেন, ‘মণিপুর এক বছর ধরে শান্তি ফেরার অপেক্ষা করছে। এবার তাকে অগ্রাধিকার দিতে হবে। শান্তি ফেরাতে হবে।

In Modi's cabinet, seniors are important, Amit Shah, Rajnath Singh, Nirmala Sitharaman are Modi's trust.

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : সরকার গঠনের প্রথমদিন কেন্দ্রকে কড়া বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। গপুরে এক সভায় ভাগবত বলেন, ‘মণিপুর এক বছর ধরে শান্তি ফেরার অপেক্ষা করছে। এবার তাকে অগ্রাধিকার দিতে হবে। শান্তি ফেরাতে হবে।‘ তাঁর এই বার্তা সরাসরি কেন্দ্রকে উদ্দেশ্য করে বলে মনে করছে রাজনৈতিক মহল। হিংসাদীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে তেমন কোনও হস্তক্ষেপ না করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। অশান্তিতে বহু মানুষের প্রাণ গিয়েছে ওই রাজ্যে।

[ আরও পড়ুন – Reasi Terror Attack: জম্মু এবং কাশ্মিরের J&K বাস হামলার সরকারি তদন্ত চাইল আহতদের পরিবার ]

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের স্পষ্ট বার্তা, এবার হিংসাদীর্ণ মণিপুরকে শান্ত করতে হবে। তাঁর এই বার্তা সরাসরি কেন্দ্রকে। অর্থাৎ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজধর্ম পালক করার কথা স্মরণ করিয়ে দিলেন। এর আগে মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় গোধরা হিংসার পর তাঁকে রাজধর্ম পালনের কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

[ আরও পড়ুন – Weather: দিল্লি, বিহার ও বাংলায় তাপপ্রবাহের সর্তকতা, উপকূলীয় রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস, দেখে নেওয়া যাক কেমন থাকবে দেশের আবহাওয়া]

সোমবার মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তারক্ষীদের ওপরে হামলা ঘটনা ঘটেছিল। হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসবাদীরা।  হামলায় মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। তবে ওই কনভয়ে ছিলেন না মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনে নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুর। গত ৬ জুন একজনের মাথা কেটে খুন করা হয়। সেই ঘটনার জেরে জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়ি। তারপর থেকে উত্তপ্ত হয়ে আছে ওই এলাকা। এলাকার সেই পরিস্থিতি দেখতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর। এমন পরিস্থিতির মধ্যে