ad
ad

Breaking News

Delhi Police

Delhi Police: OMG! আজব পশুর দেখা মিলল মোদির শপথ গ্রহণে

ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি গত রবিবার শপথ গ্রহণ করেছেন।

A strange animal was seen at Modi's swearing-in

সংগৃহীত

Bangla Jago Desk: ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি গত রবিবার শপথ গ্রহণ করেছেন। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের আঙিনায় অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় আট হাজার অতিথি উপস্থিত ছিলেন। ছিলেন প্রতিবেশী কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

[ আরও পড়ুন: Supreem Court: নিট দুর্নীতি নিয়ে তোলপাড় দেশ, এনটিএ-র নোটিশ তলব সুপ্রিম কোর্টের]

স্বাভাবিকভাবেই অনুষ্ঠানটি ঘিরে নয়াদিল্লির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। রাষ্ট্রপতি ভবনের আশপাশের একটি অঞ্চলকে নো ফ্লায়িং জোন ঘোষণা করা হয়েছিল।কিন্তু সব নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দিয়ে মোদির শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিল এক অনাহূত ‘অতিথি’। এই আমন্ত্রণহীন অতিথি একটি প্রাণী। প্রাণীটির কয়েক সেকেন্ডের একটি ভিডিও তে ধরা পড়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, অনুষ্ঠানে বিজেপির লোকসভার সদস্য দুর্গা দাস উইকে শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন জানাতে যাচ্ছিলেন।

তখনই ওই প্রাণীটির ছবি ধরা পড়ে ক্যামেরায়। ওই সময়ে তাঁদের পেছনে সামান্য দূরে বিড়ালের মতো প্রাণীটিকে দ্রুত এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে দেখা যায়। প্রাণীটি বিড়াল, চিতাবাঘ, নাকি অন্য কোনো প্রাণী—তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে মধ্যে তুমুল আলোচনা। দিল্লী পুলিশের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়েছে ক্যামেরাবন্দী প্রাণীটি আসলে একটি সাধারণ বিড়াল। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না।