ad
ad

Breaking News

Nokia 3210

Nokia 3210 : নস্টালজিয়াকে উস্কে পুরনো 3210 মডেলের নয়া ফিচার ফোন আনল Nokia

ফিচার ফোনটিতে একটি ইউএসবি-সি পোর্ট কানেক্টিভিটির সুবিধা, ডুয়েল-সিম, ৪জি, ব্লুটুথ ৫.০ এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক আছে।

Nokia brings a new feature phone model 3210 to evoke nostalgia

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk, Mou Basu : নস্টালজিয়াকে উস্কে দিল নোকিয়া। এইচএমডি Nokia 3210 (2024) 4G ফিচার ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। এটি আসলে পুরনো নোকিয়া মডেলের একটি রিবুট করা সংস্করণ, যা ১৯৯৯ সালে লঞ্চ হয়েছিল। তবে নয়া মডেলের ফোনটিতে আধুনিক স্পেসিফিকেশন এবং একাধিক নতুন ফিচার রয়েছে। Nokia 3210 4G-এর দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। ফিচার ফোনটি এইচএমডি-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে।

[ আরও পড়ুন : Mohan Charan Majhi: ওড়িশার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ]
নোকিয়া ৩২১০ ৪জি মোবাইল ফোন মূল মডেলের মতো একই আইকনিক ডিজাইনে ওয়াই২কে গোল্ড, স্কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাক রঙে মিলবে। ফোনে ২.৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ একটি ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। নোকিয়া ৩২১০ ৪জি ফোনে ইউনিসক টি১০৭ প্রসেসরটি রয়েছে। এই ফোনে ৬৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এতে ৩২ জিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ সহ ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। এই ফিচার ফোনটি নোকিয়ার নিজস্ব এস৩০প্লাস (S30+) অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য, নোকিয়া ৩২১০ ৪জি ফোনে ১,৪৫০ এমএএইচ ইউজার-রিমুভেবল ব্যাটারি রয়েছে, যা ৯.৮ ঘন্টা টকটাইম অফার করবে। এছাড়াও, Nokia 3210 4G ক্লাউড অ্যাপ সহ ইউটিউব, ইউটিউব শর্টস, খবর, আবহাওয়ার আপডেট মিলবে। ফোনের রঙিন সংস্করণে ক্লাসিক স্নেক গেমও রয়েছে। এটিতে একটি ইন-বিল্ট ইউপিআই (UPI) বৈশিষ্ট্যও রয়েছে, যাতে করে সহজেই স্ক্যান করা এবং পেমেন্ট করা সম্ভব। ফিচার ফোনটিতে একটি ইউএসবি-সি পোর্ট কানেক্টিভিটির সুবিধা, ডুয়েল-সিম, ৪জি, ব্লুটুথ ৫.০ এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক আছে।

[ আরও পড়ুন : Jamai Sasthi 2024 : জামাইষষ্ঠীর আরেক নাম অরণ্যষষ্ঠী, জানেন কি কোন পৌরাণিক কাহিনি জড়িয়ে রয়েছে জামাইষষ্ঠীর সঙ্গে?  ]