ad
ad

Breaking News

Mohan Charan Majhi

Mohan Charan Majhi: ওড়িশার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি

ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। ওড়িশার মুখ্যমন্ত্রীকে বিজেপি বিধানসভা দলের সভায় নির্বাচিত করা হয়েছিল।

Mohan Charan Majhi is the new Chief Minister of Odisha

সংগৃহীত

Bangla Jago Desk: ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল মোহন চরণ মাঝি-কে। ওড়িশার মুখ্যমন্ত্রীকে বিজেপি বিধানসভার দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। এবার তাঁর নাম ঘোষণা হল মুখ্যমন্ত্রী হিসেবে। মোহন চরণ মাঝি কেওনঝড় আসনে প্রায় ৮৭,৮১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি এই আসন থেকে বিজেডির মিনা মাঝিকে পরাজিত করেন। নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে ১২ জুন। সেদিন দুপুর ১টার পরে ভুবনেশ্বরের সমস্ত রাজ্য সরকারী অফিস এবং আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজ্য বিধানসভা নির্বাচনে বিশাল পরাজয়ের পর বিজু জনতা দল প্রধান নবীন পট্টনায়কের ২৪ বছর বয়সী মেয়াদ শেষ হওয়ায় মোহন মাঝি ওড়িশার প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হলেন। এর আগে বিজেপি ২০০০ এবং ২০০৪ সালে বিজেডি-র সঙ্গে জোট করে হিসাবে রাজ্য শাসন করেছিল। এই প্রথমবার বিজেপি ওড়িশায় একক ভাবে সরকার গঠন করতে চলছে।

লোকসভার পাশাপাশি এবার ওড়িশা বিধানসভাও ভোট হয়েছিল। রাজ্যের ২১টি লোকসভা আসনের মধ্যে ২০টি জিতেছে বিজেপি। নবীন পট্টনায়েকের বিজেডি শূন্য। কংগ্রেস একটি আসনে জিতেছে। পাশাপাশি, ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেডি ৫১ এবং কংগ্রেস ১৪টিতে জিতেছে। অন্যরা জিতেছে চারটি আসন। আজ মঙ্গলবার ঘোষিত হল ওড়িশায় প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর নাম।

মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা সদ্য নির্বাচিত দুই সাংসদ কেন্দ্রের মন্ত্রী হলেন। এই পরিস্থিতিতে ওড়িশায় পরবর্তী মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন পাঁচ বিজেপি নেতা। তাঁদের মধ্যে তিন জনের নাম নিয়েই আলোচনা চলে। এক সপ্তাহ আগে ভোটগণনায় ওড়িশায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সোমবার পর্যন্ত সে রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি। দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক, রাজনাথ সিংহ এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে মঙ্গলবার নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠক হয়। সেখানেই নতুন মুখ্যমন্ত্রী নাম ঘোষণা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে মোহন চরণ মাঝি শপথ নেবেন আগামীকাল বুধবার।