ad
ad

Breaking News

Canada

Canada : কানাডায় টার্গেট কিলিংয়ের শিকার ভারতীয়রা! দুষ্কৃতীদের গুলিতে মৃত ১

সন্দেহভাজনরা হল মনভীর বাসরাম (২৩), সাহেব বসরা (২০), সারির হরকিরাত ঘুট্টি (23) এবং অন্টারিওর কেইলন ফ্রাঙ্কোইস (20)।

Indians are victims of target killing in Canada

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : ফের এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কানাডা। ঠিকই ঘটেছিল? ৭ই জুন, শুক্রবার সকাল ৮ টা ৪৬ মিনিটে কানাডার সারেতে পাঞ্জাবের লুধিয়ানার এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ব্যক্তি ২০১৯ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছিলেন এবং সম্প্রতি তিনি কানাডিয়ান স্থায়ী বাসিন্দা হিসেবে মর্যাদাও পেয়েছিলেন। ২৮ বছর বয়সী ওই যুবকের নাম যুবরাজ। যুবরাজ ফিল্ম সেলস এক্সিকিউটিভের কাজ করতেন। তার বাবা ছিলেন রাজেশ গোয়াল যিনি জ্বালানি হিসেবে কাঠের ব্যবসা পরিচালনা করতেন। এদিকে যুবরাজ্যের মা ছিলেন একজন গৃহিণী।
যুবরাজের পরিবার সূত্রে জানা যায়, তাদের বাড়ির ছেলে কোনদিন কোন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল না।

[ আরও পড়ুন : Cm Mamata Banerjee : হরিয়ানার আন্দোলনরত কৃষকদের পাশে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে যাচ্ছে প্রতিনিধি দল ]

রয়াল-কানাডিয়ান স্কুলের সূত্র খবর, ৭ই জুন সকাল ৮:৪৬ মিনিটে পুলিশের কাছে খবর আসে ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে 164 স্ট্রিটের 900 ব্লকে গুলি চলেছে। এরপর তৎক্ষণাৎ পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যুবরাজ মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন চারজনকে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে।

[ আরও পড়ুন :  Delhi Weather: দিল্লিতে ৩২ দিন ধরে ৪০ ডিগ্রি তাপমাত্রা, ১৪ বছরের দীর্ঘতম রেকর্ড রাজধানীতে ]
সন্দেহভাজনরা হল মনভীর বাসরাম (২৩), সাহেব বসরা (২০), সারির হরকিরাত ঘুট্টি (23) এবং অন্টারিওর কেইলন ফ্রাঙ্কোইস (20)। এই ঘটনায় যুবরাজের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তুই কি কারনে যুবরাজ কে হত্যা করা হয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। তবে সম্পূর্ণ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুবরাজের পরিবারসহ গোটা এলাকায়।