সংগৃহীত
Bangla Jago Desk:২০১১ সালে যখন বড় পর্দায় মুক্তি পেয়েছিল রনবীর কাপুর এবং নার্গিস ফাখরি’র ‘রকস্টার’ সিনেমাটি । যা রিলিজ করার পর প্রায় ৭০ কোটি টাকার ব্যবসা করেছিল সেই সময়। সিনেমাটির বেশ কিছু সংলাপ সহ সিনেমার গান গুলি আজ বহুল পরিচিত দর্শকদের হৃদয়ে। সিনেমার ‘তুম হো’ ছাড়াও ‘কুন ফায়াকুন’ আজও অনুরাগীদের ভীষণ কাছের।
[ আরও পড়ুন : Boomerang Review : টলিউডে “বুমেরা” জিৎ রুক্মিণী, কতটা মন কাড়ল দর্শকদের?]
তবে অনেকেই আছেন যারা ২০১১-তে সিনেমাটি রিলিজ করার পর বড় পর্দায় দেখা সুযোগ পাননি। ছোট স্ক্রিনে দেখলেও, ‘তুম হো’ গানটি কি বড় পর্দায় দেখার কিংবা ‘নাদান পারিন্দে’ গানটি অন্তর থেকে বড় স্ক্রিনে দেখার সুযোগ আবার মিস করা যায়? তাই দর্শকদের জন্য যখনই সিনেমাটি আবারও পুনরায় বড়পর্দায় রিলিজ করা হয়, তখনই এক আলাদাই ক্রেজ দেখা যায় অনুরাগীদের মধ্যে।
View this post on Instagram
তবে রয়েছে নতুন চমকও, সিনেমাটির রিলিজ করার পর থেকে এখনও প্রায় দুই লক্ষ টিকিট বিক্রি হয়েছে বলেই রিপোর্টে জানা গিয়েছে। রকস্টার প্রথম দুই সপ্তাহে রি-রিলিজের পর মোট ১.১১ কোটি টাকার ব্যবসা করেছে। এবং তৃতীয় সপ্তাহে সিনেমাটি দুই সপ্তাহ মিলিয়ে যা রোজগার হয়েছে তাঁর চেয়েও বেশি প্রায় ১.২৩ কোটি টাকার ব্যাবসা করে রেকর্ড গড়েছে। এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে সিনেমাটি দেখার প্রবণতাও বেশি হতে দেখা যাচ্ছে। সাথে প্রযোজকরা এও মনে করছেন যে, যদি চতুর্থ সপ্তাহেও এমনিই ফলাফল দেখতে পাওয়া যায় তবে সিনেমাটি এর পরেও চালু রাখা হবে। এদিন সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিং-এ পরিচালক সহ আরও অনেক সকলকেই দেখা গিয়েছিল।