ad
ad

Breaking News

Boomerang Review

Boomerang Review : টলিউডে “বুমেরা” জিৎ রুক্মিণী, কতটা মন কাড়ল দর্শকদের?

সম্প্রতি মুক্তি পেয়েছে সৌভিক কুন্ডু পরিচালিত জিৎ রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং ।  এই ছবিটি মূলত কমেডি ছবি

In Tollywood

সংগৃহীত

Bangla Jago Desk: সম্প্রতি মুক্তি পেয়েছে সৌভিক কুন্ডু পরিচালিত জিৎ রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং ।  এই ছবিটি মূলত কমেডি ছবি। ছবিটিতে অধিকাংশ সময় জিৎ কে  অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে । এই ছবিতে শুধু কমিক দৃশ্য যে আছে তা নয় এখানে  এক অ্যান্ড্রো-হিউমানোইড রোবটের বিচিত্র কর্মকাণ্ড দেখা যাবে । রোবটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণী কে। রোবটের নাম দেওয়া হয়েছে নিশা।

[ আরও পড়ুন: Entertenment: নিজের গানে নতুন ছন্দে বলিউড হাসিনা হেলেন]

এই ছবিতে জিতের সংলাপ, অভিনয়ে অ্যাকশনের ছোঁয়া আছে । এই ছবিটিতে আসল চমক আছে রুকমিনের চরিত্রে। প্রধানত এই ছবিতে যে রোবটের কথা বলা হচ্ছে সে আসলে ছবির নায়ক সমরের ( জিৎ ) আসল স্ত্রী ইশা অর্থাৎ( রুক্মিণীর )মতো দেখতে একটি রোবট । আর সেই রোবটের নাম দেওয়া হয়েছে নিশা। ছবিতে দেখা যাবে কম্পিউটার বিজ্ঞানের গবেষণা করার সময় সমর নতুন কিছু আবিষ্কার করতে চায়। পাশাপাশি এই ছবিতে রজতাভ দত্ত একজন ধনী ব্যবসায়ী। সমর চায়  তার শ্বশুরের কখনোই লেজুর হতে চায় না। যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এই অশান্তির ফলে  ইশা তার বাপের বাড়িতে থাকতে শুরু করে। একটি নতুন জীবন্ত রোবট তৈরি করার কাজে নামে। আর যে রোবটটি দেখতে একেবারেই হুবহু সমরের স্ত্রী নিশার মতন।

ছবিতে দেখা যাবে রোবট নিচের জন্ম দিয়ে আরো বিপাকে পড়বে সমর। শুধু যে সমর বিপাকে পড়বে তা নয় । সমরের পাশাপাশি ইশা, অয়ন , অন্যের বান্ধবী বৈশাখী অর্থাৎ ( দেবচন্দ্রিমা  ) সবাই বিপাকের মধ্যে পড়বে। তাছাড়াও এই ছবিটি সংলাপ শুনে এবং সমরের দুরাবস্থা দেখে দর্শকেরা যেমন হাসাহাসি করবেন ঠিক তেমনি এই সমস্যার থেকে কিভাবে সমাধান পাবে তা নিয়েও চিন্তায় পড়বেন দর্শকেরা।  বুমেরাং ছবির পরিচালনা করেছে সৌভিক কুন্ডু। ছবিতে যে শুধুমাত্র কমেডিতে ভরা তা নয় , ছবিটি তে কমেডির পাশাপাশি রয়েছে একাধিক অ্যাকশন সিন। এই ছবিটিতে কম্পিউটারে গ্রাফিক্স ও আধুনিক বিজ্ঞানের দৃশ্য গুলি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মূলত এই বুমেরাং ছবিটি একটি এন্টারটেনমেন্ট ছবি।  এছাড়াও এই ছবিতে সৌরভ দাস , রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়, বিশ্বনাথ বসু প্রমূখ অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে রয়েছে।