ad
ad

Breaking News

এথিক্স কমিটি

এথিক্স কমিটির বিরুদ্ধে এক্স হ্যান্ডলে চিঠি শেয়ার, প্রশ্ন তুলছেন কমিটির ওপর

Bengla Jago Desk:  বুধবার সকালে মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডলে একটি চিঠি শেয়ার করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যেহেতু এথিক্স কমিটি তাঁকে ডেকে পাঠানোর চিঠিটি সংবাদমাধ্যমে প্রকাশ করেছিল, তাই তাঁরও মনে হয়েছে তাঁর লেখা চিঠিটিও প্রকাশ্যে নিয়ে আসার। চিঠিতে মহুয়া দাবি করেছেন, গত ২৭ অক্টোবর তিনি  কমিটিকে একটি চিঠি লিখে অনুরোধ করেছিলেন তাঁকে ৫ […]

Bengla Jago Desk:  বুধবার সকালে মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডলে একটি চিঠি শেয়ার করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যেহেতু এথিক্স কমিটি তাঁকে ডেকে পাঠানোর চিঠিটি সংবাদমাধ্যমে প্রকাশ করেছিল, তাই তাঁরও মনে হয়েছে তাঁর লেখা চিঠিটিও প্রকাশ্যে নিয়ে আসার। চিঠিতে মহুয়া দাবি করেছেন, গত ২৭ অক্টোবর তিনি  কমিটিকে একটি চিঠি লিখে অনুরোধ করেছিলেন তাঁকে ৫ নভেম্বরের পর কোনও তারিখ দেওয়া হোক।

কেননা আগে থেকেই বিজয়া দশমী উপলক্ষে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিন্তু কমিটি তাঁর অনুরোধ না রাখায় তিনি বিস্মিত! বলে জানাচ্ছেন মহুয়া। যদিও সমনটির সম্মানার্থে তিনি হাজির  হবেন কমিটির সামনে, তবুও এমন মনোভাবের বিরোধিতাও করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, ২রা নভেম্বর এথিক্স কমিটির মুখোমুখি হবেন মহুয়া মৈত্র। টাকার বিনিময়ে তিনি কোনও প্রশ্ন করেননি দাবি তৃণমূল সাংসদের। মিথ্যা অভিযোগ তুলে মুখ বন্ধের চেষ্টা করছে কেন্দ্র সরকার। অভিষেকের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করেও কিছু হয়নি। মহুয়ার দাবি তাঁর বিরুদ্ধে মিথ্যা  অভিযোগ করা হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার এসব করে তাঁকে আসন্ন শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করতে চাইছে। কাল অর্থাৎ ২রা নভেম্বর এথিক্স কমিটিতে তিনি যাবেন, সেখানে যা জবাব দেওয়ার দেবেন।

Free Access