ad
ad

Breaking News

পুলিশ

তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে, মূল শ্যুটার গ্রেফতার, বড় সাফল্য পুলিশের

Bangla Jago Desk: ইসলামপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহি খুনে মূল শুটারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিহারের পটনার আরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন পুলিশ সুপার জশপ্রিত সিং। তাঁর দাবি, শ্যুটার জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, জমি মাফিয়াদের সঙ্গে বিবাদের জন্য এই খুন। খুনের সময় […]

Bangla Jago Desk: ইসলামপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহম্মদ রাহি খুনে মূল শুটারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিহারের পটনার আরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন পুলিশ সুপার জশপ্রিত সিং। তাঁর দাবি, শ্যুটার জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, জমি মাফিয়াদের সঙ্গে বিবাদের জন্য এই খুন। খুনের সময় ব্যবহৃত একটি চারচাকা গাড়ি, একটি পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও।

পুলিশ সূত্রের খবর, পঞ্চায়েত প্রধান খুনে তদন্তে নেমে বিহারেরবজোগ মেলে। সেই সূত্র ধরে বিহারের সীমান্তবর্তী এলাকাগুলিতে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আরা এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়, একটি সন্দেহজনক স্করপিও গাড়ি দেখতে পান তাঁরা। সেই গাড়িতেই ছিল অভিযুক্তরা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির গতিবেগ বাড়িয়ে চম্পট দেওয়ার তালে ছিল অভিযুক্তরা। কিন্তু সিনেমার মত পুলিশ পিছু ধাওয়া করে পাকড়াও করে। এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত মোট গ্রেফতারি হল ৫।

বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় মাস্টার মাইন্ড হিসাবে মহম্মদ মোস্তাফা নামে এক ব্যক্তির নাম জোড়ায়। সুধা নদী সংলগ্ন একটি জমিকে বেআইনিভাবে বিক্রি চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেখানেই বাধা দিয়েছিলেন প্রধান। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।