Bangla Jago Desk: বঙ্গ রাজনীতির চাণক্য হিসেবে বছরখানেক আগেও তাঁর প্রভাব ছিল তাৎপর্যপূর্ণভাবে। কিন্তু মাসখানেক হল তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যাচ্ছিল না। যদিও সেই নিয়ে কারোরই সেভাবে কৌতুহল ছিল না, কিন্তু শুক্রবার থেকে সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়ের একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে শীর্ণকায় এক ব্যক্তি খাটের ওপর বসে আছেন। বাঁ হাতে রয়েছে স্লাইস পাউরুটি আর ডান হাতে স্টিলের চামচ। বিছানাতেই জলচৌকির ওপর প্লেটে তরকারি, আরেক পিস রুটি। পরনে নীল টি শার্ট ও ছাপা রংয়ের শর্ট প্যান্ট।
ছবিটি দেখে কেউ বলছিলেন ইনি মুকুল রায়, কেউ বা আবার মানতে নারাজ। কৃষ্ণনগরের বিজেপি বিধায়কের এই অবস্থা দেখে চক্ষু চড়কগাছ সকলের। আদৌ কি এটা মুকুল রায়ের ছবি? তা নিয়েও কম বিতর্ক হয়নি। এই ছবি ঘিরে নানা মন্তব্য করছেন নেট নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি যে তাঁর বাবার সেটা স্বীকার করেই নিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতির পুত্র তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। তিনি জানিয়েছেন, ‘বাবার শরীর খুব খারাপ। হাসপাতালে ভর্তি ছিলেন। মাথায় অস্ত্রোপচার হয়েছে। সব কিছুই তো হয়েছে। বাড়িতেই আছেন বাবা।’
একইসঙ্গে তিনি বলেন, “কে বা কারা এটা ভাইরাল করেছে, সেটা জানতে পারলে ভালো হত। কিন্তু সেটা তো এভাবে জানা যায় না।” তবে মুকুল রায় এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন বলেই জানাচ্ছেন শুভ্রাংশু। পাশাপাশি ছবি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে মুকুল ঘনিষ্ঠরাও চিন্তায় পড়ে যান। সোমবার মুকুল রায়ের বাড়িতে দেখা মিলল রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে। মন্ত্রী-বিধায়কদের বাড়িতে আসা বিজয়ার পর সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করছেন মুকুল-পুত্র।
Free Access