ad
ad

Breaking News

মহুয়া মৈত্র

ফোন ও ই-মেল হ্যাক করার চেষ্টার অভিযোগ কেন্দ্রকে নিশানা করলেন মহুয়া মৈত্র

Bengla Jago Desk:  বিতর্ক ক্রমশ আরও জটিল হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র সরকার, আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মহুয়া।  অ্যাপেল সংস্থা থেকে কিছু সতর্কবার্তা পাঠানো হয়েছে তাঁর ফোনে। অ্যাপেল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপে‌ল আইডির সঙ্গে […]

Bengla Jago Desk:  বিতর্ক ক্রমশ আরও জটিল হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র সরকার, আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মহুয়া।  অ্যাপেল সংস্থা থেকে কিছু সতর্কবার্তা পাঠানো হয়েছে তাঁর ফোনে।

অ্যাপেল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপে‌ল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত রয়েছে, সেটি হ্যাক করার চেষ্টা চলছে। আর তারা যদি তা করতে পারে তাহলে আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে’।

 

ইমেল এবং মেসেজে এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপ্‌ল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।’’ পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রক, আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে মহুয়া আরও লিখেছেন, ‘‘আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে।’

Free Access