ad
ad

Breaking News

Speed News

Speed News: এক নজরে দিনের সেরা

এর নজরে দিনের সেরা খবর

Best News Of The Day

গ্রাফিক্স চিত্র

Bangla Jago Desk : ১. কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন।

২. নতুন সংসদীয় কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা এবং ডেরেক রাজ্যসভার দলনেতাই থাকছেন। লোকসভার উপ দলনেতা অর্থাৎ ডেপুটি লিডার বারাসতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

৩. তৃণমূলের সংসদীয় কমিটিতে রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের দুই কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন দলনেত্রী।

৪. ভোট পরবর্তী হিংসার বলি এক কংগ্রেস কর্মী। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেশারতটোলা এলাকার ঘটনা।

৫. বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে রবিবার সকালে বাগজোলা খাল থেকে উদ্ধার হল একাধিক হাড়। অভিযুক্ত সিয়ামের বয়ানের উপর ভিত্তি করে তল্লাশি চালিয়ে মিলল সাফল্য। তবে এই হাড় সাংসদেরই কি না, তা ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে।

[ আরও পড়ুন – Firhad Hakim: মোদির ‘অস্থায়ী সরকার’ থাকবে ‘না’, সরকার গড়বে ইন্ডিয়াই, মমতার সুরে সরব ফিরহাদও]

৬. এক মাসের বদলে সাত দিনের ওষুধ, সঙ্কটে রাজ্যের বহু যক্ষ্মা রোগী। যদিও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের দাবি, প্রথম দিকে ভাঁড়ার একেবারে শূন্য হওয়ায় যে সমস্যা তৈরি হয়েছিল, তার অনেকটাই সামাল দেওয়া গিয়েছে।

৭. রবিবারও বাতিল ট্রেন। হাওড়া শাখার ওভারহেড তার ও সিগন্যাল মেরামতির কাজের জন্য বাতিল একাধিক ট্রেন। ব্যান্ডেল-হাওড়া লোকাল, কাটোয়া-হাওড়া লোকাল, তারকেশ্বর থেকে হাওড়া আসার কয়েকটি ট্রেন রবিবার বাতিল।

৮. রবিবার শিয়ালদহ শাখাতেও বাতিল একাধিক ট্রেন। রবিবার ছুটির দিন যাত্রী সংখ্যা কম থাকলেও সকাল থেকে যাত্রীদুর্ভোগের অব্যাহত ছিল শিয়ালদহ মেন এবং উত্তর শাখায়। তবে দুপুরের পর প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়।

৯. একাধিক স্টেশনের ভার এক জন সুপারকে, মেট্রোর সিদ্ধান্তে বিতর্ক। মেট্রোকর্তাদের একাংশের যদিও ব্যাখ্যা, স্টেশন সুপারদের কাজ সামগ্রিক ব্যবস্থাপনা তদারকি করা। তাঁদের যুক্তি, এক জনকে দু’টি করে স্টেশনের দায়িত্ব দিয়ে কিছু ক্ষেত্রে কাজের চাপ লাঘব করা হয়েছে।

১০. আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি।

[ আরও পড়ুন – নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক‍্যানেলে উল্টে পড়ল ডাম্পার]

১১. তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নরেন্দ্র মোদীর। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানে যাওয়ার আগে সকালবেলা মোদীকে দেখা গেল রাজঘাটে। গান্ধি এবং বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশেনাল ওয়ার মেমোরিয়ালের কাছে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন তিনি।

১২. হরিয়ানায় বিজেপি সরকারের বড় সিদ্ধান্তও। বিনামূল্যে গরীবদের দেওয়া হবে বাস পরিষেবা। শুক্রবার থেকেই হরিয়ানা সরকার রাজ্যে হ্যাপি কার্ড বিলি করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি ঘোষণা করেছেন, এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

১৩. রবিবার প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন খাড়গে।

১৪. তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে দিল্লিকে। রবিবার রাস্তায় বেরিয়ে দিল্লিবাসির যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য পুলিশের তরফ থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

১৫. বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট করে লড়বে না এডিএমকে, শনিবার স্পষ্ট জানালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান পলানীস্বামী। ২০২৬ সালেই তামিলভূমে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর পরই শুরু হয়ে গিয়েছে তা নিয়ে অঙ্ক কষা।

[ আরও পড়ুন – সাংসদ বাপি হালদারের সমর্থনে বিজয় সম্মেলন তৃণমূলের ]

১৬. প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। বন্দে ভারত তৈরির কারিগররাও উপস্থিত থাকবেন রবিবারের অনুষ্ঠানে। এর পাশাপাশি উত্তরাখণ্ড টানেল বিপর্যয়ে রক্ষা পাওয়া শ্রমিকদের আমন্ত্রণ করা হয়েছে।

১৭. গত বছরের মে মাসে বিয়ে করেছিলেন। ছেলের জন্ম হয়েছিল আগস্টে। এতদিন পর ছেলের মুখ দেখালেন ইলিয়ানা ডিক্রুজ । মিষ্টি ছবি ও ভিডিওর কোলাজ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। তা দেখেই মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা।

১৮. প্রকাশ্যে এসেছে চান্দু চ্যাম্পিয়নের নতুন গান ‘সারফিরা’। আগামী ১৪ ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কবির খান পরিচালিত ছবি চন্দু চ্যাম্পিয়ান। যেখানে কার্তিক কে দেখা যাবে এক অন্য অবতারে।

১৯. লাল সুরকির কোর্টে দাপট অব্যাহত রাখলেন পোলিশ কন্যা সোয়াইতেকের । ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জয়ের হ্যাটট্রিক গড়লেন তিনি ।  এদিন ম্যাচের স্কোর দাঁড়ায় সোয়াইতেকের বিপক্ষে ৬-২ , ৬-১ ।

২০. আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট। প্রথমবার UFC ম্যাচ খেলতে নেমেই ফাইট জিতে নিলেন উত্তরপ্রদেশের কন্যা পূজা তোমার। হাড্ডাহাড্ডি তিন রাউন্ড ফাইট শেষে জয়ী হলেন তিনি। এই প্রথমবার ইউএফসিতে খেলতে নেমে জয় পেলেন কোনও ভারতীয়।