গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : ১. অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে রাজ্যে জমি চুরি ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার ‘ব্লক চেন’ পদ্ধতি ব্যবহার করে এই চুরি ঠেকাতে চাইছে। এই পদ্ধতি অবলম্বন করলে ভূমি ও ভূমি সংক্রান্ত আধিকারিকরা কেউ আইনের বাইরে গিয়ে কাজ করতে পারবেনা।
২. আবাস যোজনা নিয়ে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। খুব শীঘ্রই খুলতে চলেছে এক বিশেষ পোটার্ল। শেষ হয়েছে গৃহশ্রী নামক সেই পোর্টাল তৈরির কাজ। এই পোর্টালের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।
৩. রাজ্য স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা। হাসপাতালে ধর্ষিত নাবালিকা আসলে তার লিখিত অনুমতি সাপেক্ষে মেডিক্যাল পরীক্ষা নিতে হবে বলে সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। উপস্থিত থাকতে হবে মহিলা চিকিৎসক ও মহিলা নার্সদের। টু ফিঙ্গার টেস্ট করা যাবেনা, স্পষ্ট স্বাস্থ্য দফতরের।
৪. শিক্ষক ও শিক্ষিকাদের বিরাট সন্মান দেওয়ার সিদ্ধান্ত সরকারের। স্কুল শিক্ষা কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে শিক্ষারত্ন সন্মান। এই সন্মানের অংশীদার হতে গেলে শিক্ষকদের পূরণ করতে হবে একটি ফর্ম। আগামী ১০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই ফর্ম ফিলাপ।
৫. আবারও সরব দিলীপ ঘোষ। ‘দলের সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণিত’। স্বীকার করলেন সাংগঠনিক দুর্বলতাও। বর্ধমান ও দুর্গাপুর কেন্দ্রে পরাজিত দিলীপ ঘোষ। এবার সরাসরি দলের সিদ্ধান্তকেই ভুল বলে দাবি দিলীপ ঘোষ।
[ আরও পড়ুন – নিশিতের খাস তালুকে বিজেপিতে ভাঙন ]
৬. সাবধান। ভোটের ফলাফল সামনে আসার পরেই নয়া ফাঁদ সাইবার প্রতারকদের। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নাম করে ভুয়ো ম্যাসেজ। সঙ্গে থাকছে একটি লিঙ্ক। সেই লিঙ্কে একবার হাত পড়লেই নিমেষের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব। এই বিষয়ে সতর্ক করেছে লালবাজার।
৭. ভোটপর্ব মিটলে চলতি অর্থ বর্ষের জন্য পুর্ণাঙ্গ বাজেট পেশ করার কথা নতুন সরকারের। সেই বাজেট পেশ করার আগে কলকাতার শিল্প মহলের বক্তব্য শুনবেন কেন্দ্রীয় রাজস্ব সচিব টি ভি সোমনাথন। তিনি বৈঠক করবেন প্রত্যক্ষ ও পরোক্ষ কর বিভাগের সঙ্গেও।
৮. টিটাগড় পুরসভার কাছে গুলি চালানোর অভিযোগ । ব্যারাকপুরে তৃণমূল জেতার পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই সময় কিছু যুবক এসে আচমকাই গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসেএসিপি ব্যারাকপুর ও খরদা থানার পুলিশ ।
৯. সংস্কারের জন্য বন্ধ প্ল্যাটফর্ম। শিয়ালদা স্টেশনের বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। গতকাল মধ্যরাত থেকে ৯ জুন বেলা দু’টো পর্যন্ত বন্ধ থাকবে প্ল্যাটফর্ম গুলি। ১৬ টি প্লাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলবে । এক ধাক্কায় কমে গেছে ১৪৭ টি লোকাল ট্রেন। যার জেরে ভোগান্তিতে নিত্য যাত্রীরা।
১০. শেষের দিকে প্রস্তুতি পর্ব। সামনের সপ্তাহে, ১৫ জুন থেকে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে পাড়ি দেবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েক হাজার ট্রলার। এই জেলার মৎস্যবন্দরগুলিতে তাই ব্যস্ততা এখন তুঙ্গে।
[ আরও পড়ুন – ছাগল ফসল খাওয়ায় লঙ্কাকাণ্ড,বউদিকে কোপালো দেওর ]
১১. ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনের প্রবেশের চেষ্টা । সংসদ ভবনে প্রবেশে বাধা দেয় সিআইএসএফ। সংসদ ভবনের প্রবেশের চেষ্টায় তিন জন গ্রেফতার । তিন নম্বর গেট থেকে সংসদ ভবনের প্রবেশের চেষ্টা করে তিন যুবক। কাসেম, মনিস ও শোয়েব নামে তিনজনকে আটক করে সিআইএসএফ।
১২. আদালত থেকেও সুখবর পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলায় জামিন পেয়ে গেলেন কংগ্রেস সাংসদ। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল।
১৩. RBI পলিসি ঘোষণার পর চাঙ্গা হল শেয়ার বাজার। বাড়ল নিফটি, মুছে ফেলল গত সপ্তাহের ক্ষতি। নির্বাচনের ডামাডোলে শেয়ার বাজারে অনেকটাই ধস নেমেছিল। নির্বাচনের আবহে যে মন্দা ছিল তা কেটে ওঠায় চাঙ্গা শেয়ার বাজার। স্থিতিশীলতা বজায় রয়েছে।
১৪. দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসে এনডিএ জোট। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সমস্ত নবনির্বাচিত সাংসদরাও উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু প্রমুখ।
১৫. সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। রাজনাথ সিংয়ের প্রস্তাব সমর্থন করেন শরিকরাও। ওই বৈঠকে এনডিএ-র নেতা, বিজেপির লোকসভা নেতা এবং সংসদীয় দলের নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং । সেই প্রস্তাব অনুমোদন করেন অমিত শাহ, নীতিন গডকড়িরা।
[ আরও পড়ুন – Konnagar: জোরে বাইক চালানোয় বাধা, প্রতিবাদে যুবককে অস্ত্রের কোপ ]
১৬. মান্ডির সাংসদ অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াতকে চড় কাণ্ডে নয়া মোড়। মহিলা সিআইএসএফের কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হল। সিআইএসএফ কনস্টেবল কুলভিন্দর কৌরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।পরবর্তীতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এবং তাঁকে গ্রেফতারও করা হয়।
১৭. দেশের জার্সিতে অবসর নিলেন সুনীল ছেত্রী। যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র দিয়ে সমাপ্ত হয় । ম্যাচ শেষে অবসর নেন সুনীল। পরবর্তী জীবনের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী।
১৮. টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও বিতর্কে পাকিস্তান ক্রিকেট টিম। এ বার বল বিকৃতির গুরুতর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন আমেরিকার পেসার রাস্টি থেরোন। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন এই পেসার। তাঁর অভিযোগ পাক পেসার হ্যারিস রউফকে নিয়ে। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই চূড়ান্ত লজ্জার সামনে পাকিস্তান।
১৯. ‘অথৈ’, বহু বছর ধরে মঞ্চে দারুণ সাফ্যলের পর এবার স্ক্রিনে জীবন্ত হয়ে উঠবে। পাঠ্যসূচি হোক বা থিয়েটার কিংবা সিনেমা, প্রেম-হিংসা-যুদ্ধের এই আখ্যান বারবার ফিরে এসেছে। আর এবার আবারও অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারের হাত ধরে ‘ওথেলো’ পর্দায় ফিরছে ‘অথৈ’ হয়ে।
২০. প্রথমবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়েই বক্স অফিসে বাজিমাত করলেন মানসী সিনহা। টলিউড বক্স অফিসের হিসেব অনুযায়ী, ইতিমধ্যেই মানসীর প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-এর ঝুলিতে উঠেছে ১ কোটি ৭৩ লাখ টাকা। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনায় মানসী।