ad
ad

Breaking News

বক্রেশ্বর দুর্গা

একনজরে পবিত্র তীর্থ বক্রেশ্বর

Bengla Jago Desk: বাংলায় পর্যটনে গতি আনতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেই পথেই ৫১ সতীপীঠের অন্যতম পীঠ বক্রেশ্বরকে ঢেলে সাজিয়েছে সরকার। বক্রেশ্বরে সতীর ভ্রূ যুগলের মধ্যবর্তী অংশ পড়েছিল। শাস্ত্রমতে, এই অংশই সতীর মন। হিন্দুদের এক অতি পবিত্র তীর্থক্ষেত্র বক্রেশ্বর। দেবী বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত হন।বক্রেশ্বরের প্রধান আকর্ষণ এখানকার শিবমন্দির। সারা বছর ধরে ভক্তেরা এই […]

Bengla Jago Desk: বাংলায় পর্যটনে গতি আনতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সেই পথেই ৫১ সতীপীঠের অন্যতম পীঠ বক্রেশ্বরকে ঢেলে সাজিয়েছে সরকার। বক্রেশ্বরে সতীর ভ্রূ যুগলের মধ্যবর্তী অংশ পড়েছিল। শাস্ত্রমতে, এই অংশই সতীর মন। হিন্দুদের এক অতি পবিত্র তীর্থক্ষেত্র বক্রেশ্বর। দেবী বক্রেশ্বরে দুর্গারূপে পূজিত হন।বক্রেশ্বরের প্রধান আকর্ষণ এখানকার শিবমন্দির। সারা বছর ধরে ভক্তেরা এই শিবমন্দিরে পুজো দিতে আসেন।

এছাড়া বক্রেশ্বরে রয়েছে উষ্ণ প্রস্রবনও।বক্রেশ্বরে যে সকলেই ধর্মকর্ম করতে যান এমন নয়। পর্যটকদের অনেকেই বক্রেশ্বরে স্রেফ ঘুরতে যান। বক্রেশ্বরে গেলে শিবদুর্গা দর্শনের পাশাপাশি দেখে নেবেন পাখরচাপুড়ি, দাতা সাহেবের মাজার।সিউড়ি পর্যন্ত ট্রেনে কিংবা সড়কপথে গেলেই সেখান থেকে বক্রেশ্বর পর্যন্ত যেতে পারেন। সিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব ২২ কিলোমিটার।

পর্যটকদের মধ্যে যাঁরা বক্রেশ্বর সংলগ্ন এলাকাগুলিতে ঘুরে বেড়াতে চান, তাঁদের অবশ্যই আলাদা একটি গাড়িভাড়া করতে হবে। এতে ঘোরাঘুরির সুবিধা।আরেকটা কথা হল, বীরভূমে বক্রেশ্বর ছাড়াও অন্য চারটি সতীপীঠ রয়েছে। এই সতীপীঠগুলোর মধ্যে কয়েকটির নাম কঙ্কালীতলা, নলাটেশ্বরী, নন্দীকেশ্বরী এবং ফুল্লরা। এজন্য লালমাটির দেশ বীরভূমকে বলা হয় মা কালীর চারণভূমি। বক্রেশ্বরে যাঁরা রাত কাটাতে চান, তাঁদের থাকার জন্যে এখানে রয়েছে একাধিক হোটেলও।

Free Access