ad
ad

Breaking News

শীতের আগমন

পাকাপাকি ভাবে শীত না এলেও হিমেল হাওয়ার অনুভূতি একাধিক রাজ্যে

Bengla Jago Desk: পাকাপাকিভাবে শীত না এলেও হিমেল হাওয়ার অনুভূতি উত্তরভারতের একাধিক রাজ্যে। ইতিমধ্যেই উত্তর পশ্চিমের হাওয়া ঢুকতে শুরু করেছে। মূলত উত্তর ভারত দ্রুত শীতের ইঙ্গিত এটাই। এ বছর বরফ পড়তে পারে মধ্য ও পূর্ব ভারতের একাধিক জায়গায়।  তালিকায় রয়েছে বিহার, রাঁচি, অমরকন্টক।এমনটাই জানাচ্ছেন আইএমডিএ-র আবহাওয়াবিদরা।উত্তরভারতে শীতের আমেজ কী বাংলায় অনুভূত হবে ? রাজ্যে কী […]

Bengla Jago Desk: পাকাপাকিভাবে শীত না এলেও হিমেল হাওয়ার অনুভূতি উত্তরভারতের একাধিক রাজ্যে। ইতিমধ্যেই উত্তর পশ্চিমের হাওয়া ঢুকতে শুরু করেছে। মূলত উত্তর ভারত দ্রুত শীতের ইঙ্গিত এটাই। এ বছর বরফ পড়তে পারে মধ্য ও পূর্ব ভারতের একাধিক জায়গায়।  তালিকায় রয়েছে বিহার, রাঁচি, অমরকন্টক।এমনটাই জানাচ্ছেন আইএমডিএ-র আবহাওয়াবিদরা।উত্তরভারতে শীতের আমেজ কী বাংলায় অনুভূত হবে ? রাজ্যে কী হিমেল পরশন পাবে সাধারণ মানুষ ? পুজো মিটতেই এই প্রশ্ন বড় করে উঠতে শুরু করেছে। কারণ এখন পশ্চিমী ঝঞ্ঝার দাপট অস্তমিত,দেখা যাচ্ছে ঝলমলে আকাশ ।

ভ্যাপসা গরমের অস্বস্তি অনেকটাই কেটেছে।তাই এই অবস্থায় রাজ্যবাসীর প্রত্যাশামতো পারদ পতন হবে কিনা তা আবহাওয়াবিদদের সামনে আমরা প্রশ্ন রাখি।আলিপুর আবহাওয়াদফতরের কর্তারা বলছেন,আগামী ২থেকে ৩দিন ৩থেকে ৪ডিগ্রি করে তাপমাত্রা কমতে থাকবে।ভোরের দিকে শীতের আমেজ থাকবে।তবে এই অবস্থার বদল হবে।লেগে থাকবে তাপমাত্রার ওঠাপড়া।আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টিপাতের সম্ভবানা নেই ৷

অন্যদিকে উত্তরবঙ্গের  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুঙ্ক আবহাওয়া থাকবে।তবে এখনও শীত আসতে দেরি আছে বলেই মনে করছেন আলিপুরের আবহাওয়া দফতরের আধিকারিকরা। তাই হিমাচল সহ উত্তরভারতের মতো কবে বাংলায় শীত আসে তারই প্রতিক্ষায় রাজ্যবাসী।সেই শীতের পথ চেয়ে  রয়েছে বাংলার মানুষও।

Free Access