ad
ad

Breaking News

বিশ্বভারতী

দিনে দুপুরে অপহরণ বিশ্বভারতীর বিদেশী ছাত্র

Bangla Jago Desk: প্রকাশ্য দিনে দুপুরে বিশ্বভারতীর ভিন দেশ এক ছাত্র কে অপহরন করলো দুষ্কৃতীরা। ভাড়া বাড়িতে ঢুকে তুলে নিয়ে গেলো ছাত্রটিকে।। থানার মেল করে অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে ছেলেটির নাম পান্না চারা, তার বাড়ি মায়ানমার। বিশ্বভারতীর সংস্কৃত ডিপার্টমেন্ট এর পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের এর স্টুডেন্ট। শান্তিনিকেতনের ইন্দিরা পল্লী এলাকায় একটি বাড়িতে […]

Bangla Jago Desk: প্রকাশ্য দিনে দুপুরে বিশ্বভারতীর ভিন দেশ এক ছাত্র কে অপহরন করলো দুষ্কৃতীরা। ভাড়া বাড়িতে ঢুকে তুলে নিয়ে গেলো ছাত্রটিকে।। থানার মেল করে অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জানা গিয়েছে ছেলেটির নাম পান্না চারা, তার বাড়ি মায়ানমার। বিশ্বভারতীর সংস্কৃত ডিপার্টমেন্ট এর পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের এর স্টুডেন্ট। শান্তিনিকেতনের ইন্দিরা পল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো এই ছাত্র। তার সাথে তার এক বন্ধুও থাকত। জানা গিয়েছে, গতকাল দুপুর দুটো নাগাদ, ৭ থেকে ৮ জন দুষ্কৃতি আসে গাড়ি নিয়ে।

প্রথমে ইন্দিরা পল্লী পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তারা এই ছাত্রটির ছবি দেখিয়ে খোঁজ করে। পরে ছাত্রটি যে ভাড়া বাড়িতে থাকত সেই ভাড়া বাড়িতে প্রবেশ করে ছাত্রটিকে তুলে নিয়ে যায়। এমনকি তার সঙ্গে যে বন্ধু থাকতো তারও মোবাইল ফোনটি ও নিয়ে চলে যায়। আর এই ঘটনার পরই সন্ধ্যেবেলায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ছাত্রের বন্ধু। জানানোর পরেই কর্তৃপক্ষের তরফ থেকে বোলপুর থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে মেইলমারফত।

পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনার অভিযোগ ও দায়ের করা হয়েছে।।তবে কি বা কারা কেন কি উদ্দেশ্যে ছাত্রকে অপহরণ করল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ঘটনার পেছনে অপহরণের তথ্যই রয়েছে না অন্য কোন বিষয়ে রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। তবে বিশ্বভারতীর অধিকাংশ ছাত্র-ছাত্রী শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন, এমন ঘটনা প্রকাশ্যে আসার পরে সকলের মধ্যেই বেড়েছে চি