ad
ad

Breaking News

উত্তরপাড়া

আরও বুলা চৌধুরী গড়ার স্বপ্ন দেখছে উত্তরপাড়াবাসী

Bangla Jago Desk: উত্তরপাড়ার নাগরিক পরিষেবা উন্নত করতে প্রশাসন সাধ্যমতো কাজ করছে প্রশাসন। এগারো সাল থেকেই ঐতিহ্যের শহরে যুক্ত হয়েছে একের পর এক উন্নয়নের নজির। সেই পরিকাঠামোর মাণোন্নয়নে যুক্ত হচ্ছে আর্ন্তজাতিক মানের সুইমিং পুল। এই সুইমিং পুলের জন্য ব্যয় হচ্ছে ৭কোটি টাকা। এখানে সাঁতারের প্রশিক্ষণের মতোই নবপ্রজন্মের স্বাস্থ্যচর্চার সুযোগ মিলবে। দীর্ঘদিনের দাবিপূরণ হওয়ায় নতুন প্রজন্মের […]

Bangla Jago Desk: উত্তরপাড়ার নাগরিক পরিষেবা উন্নত করতে প্রশাসন সাধ্যমতো কাজ করছে প্রশাসন। এগারো সাল থেকেই ঐতিহ্যের শহরে যুক্ত হয়েছে একের পর এক উন্নয়নের নজির। সেই পরিকাঠামোর মাণোন্নয়নে যুক্ত হচ্ছে আর্ন্তজাতিক মানের সুইমিং পুল। এই সুইমিং পুলের জন্য ব্যয় হচ্ছে ৭কোটি টাকা। এখানে সাঁতারের প্রশিক্ষণের মতোই নবপ্রজন্মের স্বাস্থ্যচর্চার সুযোগ মিলবে। দীর্ঘদিনের দাবিপূরণ হওয়ায় নতুন প্রজন্মের নাগরিকরা বেশ সন্তুষ্ট।

সকলেই মনে করছেন, সুইমিং পুলকে কেন্দ্র করে আগামীর জীবনের উত্তোরণ সফল কেন্দ্র তৈরি হবে। কারণ অনেক সময় সাঁতারের জলাশয় বা প্রশিক্ষণকেন্দ্র না থাকায় বঞ্চিত থাকেন ক্রীড়াবিদরা। সেই লক্ষ্যে উত্তরপাড়া এগিয়ে যাচ্ছে। একসময় সাঁত সমুদ্র তেরো নদী পেরিয়ে জলের রাণী হয়ে উঠেছিলেন হুগলির জলসম্রাজ্ঞী। ভবিষ্যতে আরও বুলা চৌধুরী তৈরির স্বপ্ন নিয়েই শিগিগিরি শুরু হতে চলেছে আর্ন্তজাতিক মাণের সুইমিং পুল।

একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ঠিক পরিকাঠামোর অন্যতম প্রধান শর্তই হল শিক্ষার্থী ও প্রশিক্ষকের অনুপাত ঠিক থাকা। সেই লক্ষ্যপূরণ করতে স্থানীয় বিএ মাঠে এই পুলটি তৈরি হচ্ছে। শুধু জেলা নয় রাজ্যের এই প্রথম কোন পুরসভা নিজস্ব উদ্যোগে অত্যাধুনিক মানের সুইমিংপুল তৈরি করছে। এই খবরে খুশির হওয়া দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। উত্তরপাড়াবাসীর বিশ্বাস উন্নয়নের পালকে এটি একটি নতুন পালক যুক্ত করবে।

Free Access