Bangla jago Desk:একজন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারী। অন্যজন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রাজনীতিতে যুযুধান দুই শিবিরের চরম বাকযুদ্ধা দেখা গিয়েছে বারবার। এবার তাতে নতুন সংযোজন নিশীথ প্রামাণিকের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ‘ফুটো মস্তান’, ‘গব্বর’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
কোচবিহারের দিনহাটায় বিজেপির প্রকাশ্য সভা থেকে এই আক্রমণ করেন নিশীথ। উদয়ন গুহর নাম না করে ফুটো মস্তান, দিনহাটার গব্বর বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান। ব্লকের নেতাদের নিয়ে গিয়ে সভা করে উস্কানিমূলক মন্তব্য করেন।কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ। যদিও পাল্টা কটাক্ষ তিনি বলেন, যার শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে।
যার চরিত্রই দ্বিচারিতা করা, তাঁর কথায় বেশি গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই।এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়েছেন উদয়ন ও নিশীথ। এক জনের আক্রমণ। অন্যজনের পাল্টা আক্রমণ। এমন রাজনৈতিক কাজিয়া দেখছে অভ্যস্ত উত্তরবঙ্গের মানুষ। তে এবার উদয়ন সম্পর্কে য বলেছেন নিশীথ প্রামাণিক তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখের ভাষা নিয়ে প্রশ্ন উঠছে।