Bangla Jago Desk: স্পেশাল ২৬ সিনেমার কায়দায়, সিবিআই অফিসার সেজে ব্যবসায়ীকে প্রতারনার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, ব্যারাকপুর কমিশনারেট এলাকার সোদপুর অঞ্চলে।পুলিশ সূত্রে খবর, সোদপুর এলাকার এক ব্যবসায়ী তারক রায়ের কাছে, সিবিআই পরিচয় দিয়ে ২ জন আসেন।
তাঁর কাছে কাগজপত্র দেখতে চান। কাগজ দেখালে সেখানে অনেক ভুল রয়েছে বলে ভয় দেখান। মামলা চেপে যাওয়ার জন্য কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।পরে তারক রায় বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, খবর দেওয়া হয় থানায়।
এরপরেই দুই জলিয়াতকে ধরতে তদন্তে নামে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত দত্তপুকুর থানা এলাকার চড়ক ডাঙায় অভিযান চালানো হয়। সেখান থেকে পাকড়াও করা হয়, সৌমেন মুখোপাধ্যায় ও জয়শ্রী কর নামে দু’জন অভিযুক্তকে।