ad
ad

Breaking News

টর্নেডো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের মাঝে মিনি টর্নেডোর তাণ্ডব

Bengla Jago Desk: ইয়াসের দুঃসহ স্মৃতি উস্কে দিল শনিবারের মিনি  টর্নেডো।২মিনিটের টর্নেডোর ধাক্কায়  লন্ডভন্ড হয়ে গেছে আস্ত একটা গ্রাম। কারও বাড়ির চাল উড়ে গিয়েছে, তো কারও ঘর ভেঙে পড়েছে। কোথাও উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি।গভীরে শিকড় বিছানো গাছগুলিকে অনায়াসে হেলিয়ে দিয়েছে মিনি টর্নেডো। মিনাখাঁর আমতলা বাজারে সেই  টর্নেডোর তাণ্ডবে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে […]

Bengla Jago Desk: ইয়াসের দুঃসহ স্মৃতি উস্কে দিল শনিবারের মিনি  টর্নেডো।২মিনিটের টর্নেডোর ধাক্কায়  লন্ডভন্ড হয়ে গেছে আস্ত একটা গ্রাম। কারও বাড়ির চাল উড়ে গিয়েছে, তো কারও ঘর ভেঙে পড়েছে। কোথাও উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি।গভীরে শিকড় বিছানো গাছগুলিকে অনায়াসে হেলিয়ে দিয়েছে মিনি টর্নেডো।

মিনাখাঁর আমতলা বাজারে সেই  টর্নেডোর তাণ্ডবে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।অন্যদিকে , নিম্নচাপের প্রভাবে হুগলির কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রাম এবং মগরা-ত্রিবেণী এলাকায় শনিবার আচমকা ঘূর্ণিঝড় হয়।

যার জেরে বিস্তর ক্ষতির মুখে গোটা এলাকা।  ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় চুঁচুড়ার বেনাভারুই গ্রামের কিছু এলাকা। ক্ষেতের ফসলেরও ক্ষতি হয়। কয়েকটি গাছ ভেঙে পড়ে। উড়ে যায় একটি কারখানা শেড। ঘটনার খবর পাওয়া মাত্র চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।তিনি কৃষকদের পাশে থাকার কথা জানান।

Free Access