ad
ad

Breaking News

ফুটপাথ

প্রশাসনকে নিয়ে পথে বিধায়ক, দখলমুক্ত করলেন ফুটপাথ

Bengla Jago Desk: মানুষের চলাচলের জন্য তৈরি ফুটপাথ দখল হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছিল মানুষকে। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছিল সাধারণ মানুষ। অবশেষে পদক্ষেপ করল প্রশাসন। ফুটপাত দখলমুক্ত করতে আসরে নামল বারুইপুর জেলা প্রশাসন। সকাল থেকে নরেন্দ্রপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে মহকুমা শাসক সহ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী […]

Bengla Jago Desk: মানুষের চলাচলের জন্য তৈরি ফুটপাথ দখল হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছিল মানুষকে। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছিল সাধারণ মানুষ। অবশেষে পদক্ষেপ করল প্রশাসন। ফুটপাত দখলমুক্ত করতে আসরে নামল বারুইপুর জেলা প্রশাসন। সকাল থেকে নরেন্দ্রপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে মহকুমা শাসক সহ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম পথে নামেন।

দখলমুক্ত করা হয় ফুটপাথ। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার বাইপাস জুড়ে বিধায়কের উন্নয়নের তহবিলের তাকায় কাজ হয়েছিল। গোটা বাইপাস জুড়ে ফুটপাত করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মিলে সেই ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছিলেন। একাধিকবার তাদের উঠে যেতে বলা হলে ওই ব্যবসায়ীরা সেই কথা শোনেননি।

অবশেষে পথে নেমে ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।শুধু ফুটপাথ দখলমুক্ত করাই নয়, বেআইনি পার্কিং রুখতেও পদক্ষেপ করা হল। বিধায়ক তহবিলের টাকায় সাজানো ফুটপাথ মানুষের চলাচলের জন্য ব্যবহার হবে। দখল করে সেখানে কোনও ব্যবসা করা যাবে না। ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি এদিন এই হুঁশিয়ারিও দেওয়া হল প্রশাসনের তরফে।

Free Access