ad
ad

Breaking News

তেলিয়া ভোলা মাছ

দৈত্যাকার তেলিয়া ভোলা দিঘায়! বিক্রি হল লক্ষাধিক টাকায়

Bengla Jago Desk: সৈকত নগরী দিঘা মোহনায় এল দৈত্যাকার তেলিয়া ভোলা মাছ। মাছটির ওজন ৬১ কেজি। দিঘা মৎস্য আড়তে সেই মাছটি বিক্রি হল ১ লক্ষ ২৭ হাজার টাকা। কিনে নেয় কলকাতার একটি কোম্পানি। এই তেলিয়া ভোলা মাছের পটকা থেকে ক্যাপসুল মোড়ক ও জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তাই এই মাছটির এত গুরুত্ব। বিদেশে যথেষ্ট চাহিদাও রয়েছে […]

Bengla Jago Desk: সৈকত নগরী দিঘা মোহনায় এল দৈত্যাকার তেলিয়া ভোলা মাছ। মাছটির ওজন ৬১ কেজি। দিঘা মৎস্য আড়তে সেই মাছটি বিক্রি হল ১ লক্ষ ২৭ হাজার টাকা। কিনে নেয় কলকাতার একটি কোম্পানি। এই তেলিয়া ভোলা মাছের পটকা থেকে ক্যাপসুল মোড়ক ও জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তাই এই মাছটির এত গুরুত্ব।

বিদেশে যথেষ্ট চাহিদাও রয়েছে এই মাছের। শুক্রবার সকালে দিঘার সুজিত করের আড়তে নিলামে বিক্রি হয় বিশাল আকৃতি তেলিয়া ভোলা মাছটি। পারাদ্বীপের এক মৎস্যজীবীর ট্রলারে মাছটি ধরা পড়ে। নিলামের জন্য আনা হয় দিঘা মোহনায়। মাছটি আসার পর শুরু হয় হইচই। মাছ দেখার জন্য স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা ভিড় জমান। শুরু হয় ছবি তোলার হুড়োহুড়ি।দিঘা মোহনায় উঠেছিল

বিশালাকার একটি কই ভোলা মাছ। ওজন ছিল ১১০ কেজি। তবে এসেই মাছটি বিক্রি হয়েছিল মাত্র ২৫ হাজার টাকায়। প্রজাতি একই হল তেলিয়া ভোলা মাছের গুরুত্ব অনেক বেশি। তাই দামও অনেক বেশি। দিঘার আড়তে আসা এই তেলিয়া ভোলা মাছটি নিয়ে চলে হইচই।

Free Access