ad
ad

Breaking News

জলস্তর বেড়েছে নদীতে

সুন্দরবনে একাধি নদীবাঁধে ফাটল! যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

Bengla jago Desk: বেশ কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। বর্ষায় মাটি নরম হয়ে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা দিয়ে ঢুকছে নদীর নোনা জল। ক্ষতি হচ্ছে ধানখেত, মাছের পুকুর থেকে অনেক কিছুই। এবার সুন্দরবনের রায়মঙ্গল, কালিন্দী, ইছামতির একাধিক জায়গায় বাঁধে ভয়াবহ ধস নেমেছে। নোনা জল ঢুকে প্লাবনের আশঙ্কায় আতঙ্কে সুন্দরবনবাসী। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন […]

Bengla jago Desk: বেশ কয়েকদিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। বর্ষায় মাটি নরম হয়ে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা দিয়ে ঢুকছে নদীর নোনা জল। ক্ষতি হচ্ছে ধানখেত, মাছের পুকুর থেকে অনেক কিছুই। এবার সুন্দরবনের রায়মঙ্গল, কালিন্দী, ইছামতির একাধিক জায়গায় বাঁধে ভয়াবহ ধস নেমেছে। নোনা জল ঢুকে প্লাবনের আশঙ্কায় আতঙ্কে সুন্দরবনবাসী। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজে শুরু করেছে সেচ দফতর।

বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া, বাঁকড়া, ডোবর, ১৩ নম্বর বিল সহ একাধিক এলাকার মানুষ আতঙ্কে রাত জেগে নদীবাঁধের পাহারা দিচ্ছে। এখন নদীতে জলস্তর যে ভাবে বেড়েছে ও স্রোতের যা রূপ তাতে যে কোনও মুহূর্তে প্লাবিত হয়ে জল ঢুকতে পারে গ্রামের পর গ্রামে। কী হবে এই ভেবে চিন্তায় আছে এলাকার মানুষ।একাধিক বাঁধে ধস নামার খবর পেয়ে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে আসেন হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড় ও একাধিক জন প্রতিনিধি। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, নদী বাঁধের যা অবস্থা তাতে পরিস্থিতি না বদলালে আরও বড় বিপদ আসতে পারে। সুন্দরবনকে বাঁচাতে রাজনৈতিক লড়াই সরিয়ে রেখে ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।সামনে অমাবস্যার কোটাল। ফলে আরও ফুলেফেঁপে উঠতে পারে নদীর জল। তাই এখনই বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে এলাকার লোকজন। দুর্বল নদীবাঁধ মেরামত করে এলাকাকে রক্ষা করতে যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন।

Free Access