Bengla Jago Desk: মেয়েদের ওপর নানা অপরাধমূলক কাজের পাশাপাশি তাঁদের পাচারের ঘটনা ঘটে সসীমান্ত এলাকায়। নানা প্রলোভন দেখিয়ে সীমান্ত এলাকা থেকে পাচার করে দেওয়া হয় মেয়েদের। সুন্দরবন থেকে নারী পাচার রুখতে সক্রিয় প্রশাসন। তাও আটকানো যাচ্ছে না পাচারের ঘটনা। সচেতনতা বাড়াতে প্রায়ই নানা কর্মশালার আয়োজন করা হয় প্রত্যন্ত এলাকাগুলিতে। দেওয়া হয় মেয়েদের সুরক্ষার পাঠ। এবার সুন্দরবনের মেয়েদের ক্যারাটে শেখানোর ব্যবস্থা করা হল।
আত্মরক্ষায় এখন ক্যারাটে শেখার প্রবণতা বাড়ছে সুন্দরবনের গ্রামগুলিতে।বসিরহাটের টাউন হলে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান শিবির। উদ্দেশ্য বর্তমান সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে এবং নারী পাচার রুখতে এই পথ অবলম্বন এমন শিবির আয়োজন করা হয়। সীমান্তের অল্প বয়সী মেয়েরা নানা প্রলোভনে পড়ে, কখনও মোটা অর্থের বিনিময়ে আবার কখনও ঘর বাঁধার আশায় ভিন রাজ্যে পাড়ি দেয়। পরে দেখা যায় তাঁরা বিক্রি হয়ে গিয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে অনেক পরিবার ফিরেয়ে আনতে পারে মেয়েকে।
ঘরে ফিরলে আবার সমাজের কাছ থেকে লাঞ্ছনার শিকার হতে হয়। এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে ছোট ছোট মেয়েরা নিজেদের সুরক্ষিত করতে হাতিয়ার করেছে ক্যারাটে সহ একাধিক প্রশিক্ষণ।মেয়েদের ওপর অত্যাচার ও অপরাধ আজ সীমান্ত থেকে সুন্দরবনের বেশিরভাগ এলাকার ঘটনা। বিশেষ করে পিছিয়ে পড়া এলাকায় এটা বেশি করে দেখা যায়। সেই ঘটনায় লাগাম টানতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে মেয়েরা নিজেদের আরও সুরক্ষিত রাখতে পারে।
Free Access