ad
ad

Breaking News

রুপোর গয়না-সহ গ্রেফতার পাচারকারী

সাইকেলের চাকায় ভরে গয়না পাচার! অভিনব পাচার বানচাল করল BSF

Bengla Jago Desk:  ধরাপড়ার ভয়ে নিত্যনতুন ফন্দিফিকির। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাকি দিয়ে চলছে পাচার। তবে একটা পদ্ধতি বেশিদিন চালাতে পারে না পাচারকারীরা। ঠিক ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। সামনে আসে পাচারকারীদের অভিনব পাচারের উপায়। এবার সামনে এল তেমনই একটি ঘটনা। সাইকেলের চাকার মধ্যে ভরে পারাচের ছক কষা হয়েছিল। পাচারের আগেই ধরা পড়ে গেল পাচারকারী। উদ্ধার তিন […]

Bengla Jago Desk:  ধরাপড়ার ভয়ে নিত্যনতুন ফন্দিফিকির। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাকি দিয়ে চলছে পাচার। তবে একটা পদ্ধতি বেশিদিন চালাতে পারে না পাচারকারীরা। ঠিক ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। সামনে আসে পাচারকারীদের অভিনব পাচারের উপায়। এবার সামনে এল তেমনই একটি ঘটনা। সাইকেলের চাকার মধ্যে ভরে পারাচের ছক কষা হয়েছিল। পাচারের আগেই ধরা পড়ে গেল পাচারকারী। উদ্ধার তিন লক্ষ টাকার রুপোর গয়না। ভারত-বাংলাদেশের হাকিমপুর চেকপোস্ট থেকে তিন কেজি ৭৫০ গ্রাম রুপোর গয়না-সহ গ্রেফতার পাচারকারী।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে এক সাইকেল আরোহীকে আটক করে। সেই সাইকেলে তল্লাশি চালাতেই টায়ারের ভেতর থেকে উদ্ধার হয় তিন কেজি ৭৫০ গ্রাম রুপোর গয়না। যার বাজার মূল্য আনুমানিক প্রায় তিন লক্ষাধিক টাকা। ধৃত পাচারকারীর নাম জিয়াউল বিশ্বাস। তার বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে।

এই রুপোর গহনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল পাচারকারী। উদ্ধার হওয়া রুপোর গহনা ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ। খতিয়ে দেখা হচ্ছে আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে এর কোনও যোগসূত্র আছে কিনা। সীমান্ত দিয়ে পাচার রুখতে সদা সতর্ক বিএসএফ। তাও সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে চলে পাচার। বিভিন্ন সময় নানা সামগ্রী উদ্ধার হওয়ায় সামনে আসে পাচারের সেই ঘটনা।

Free Access