ad
ad

Breaking News

কৃষ্ণনগর রাজবাড়ি

কৃষ্ণনগর রাজবাড়িতে মহাসমারোহে সকলের সঙ্গে সিঁদুর খেললেন রানিমা

Bangla Jago Desk: উমা বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হল বাঙালির দুর্গোৎসব। আলোয় সেজে ওঠা মণ্ডপে এখন শূন্যতা। সব জায়গায় বাজছে বিষাদের সুর। কৈলাসে ফিরে যাচ্ছেন উমা। ভারাক্রান্ত মনে উমাকে বিদায় জানাচ্ছেন সবাই। তবে তার আগে মা-কে বিদায় জানাতে সবাই মেতে উঠলেন সিঁদুর খেলায়। প্রাচীন রীতিনীতি বজায় রেখে মহাসমারোহে বিজয়া দশমী পালিত হল নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে। […]

Bangla Jago Desk: উমা বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হল বাঙালির দুর্গোৎসব। আলোয় সেজে ওঠা মণ্ডপে এখন শূন্যতা। সব জায়গায় বাজছে বিষাদের সুর। কৈলাসে ফিরে যাচ্ছেন উমা। ভারাক্রান্ত মনে উমাকে বিদায় জানাচ্ছেন সবাই। তবে তার আগে মা-কে বিদায় জানাতে সবাই মেতে উঠলেন সিঁদুর খেলায়। প্রাচীন রীতিনীতি বজায় রেখে মহাসমারোহে বিজয়া দশমী পালিত হল নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে।

মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজ বাড়িতে প্রতিবার এমনই সিঁদুর খেলার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে রাজবাড়িতে এসে প্রতিমার সামনে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন মহিলারা। নদিয়া রাজের রাজ রাজেশ্বরীর সিঁদুর খেলায় মাতলেন বর্তমান রানি মা। বিদায় বেলায় দুর্গার কাছে সারা দেশবাসীর মঙ্গল কামনা করলেন রাজমাতা অমৃতা রায়। মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রের হাতে পূজিত হওয়ার পর থেকে আজও জনপ্রিয়তার শীর্ষে।

নদিয়ার মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নিজের হাতে পূজিত রাজরাজেশ্বরী মাতার বিসর্জন পর্বে সিঁদুর খেলায় অংশ নিতে মুখিয়ে থাকেন এলাকার মহিলারা। সকাল থেকে এসে হাজির হন সবাই। সেখানে অগণিত মানুষের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন বর্তমান রানিমা অমৃতা রায়। আজ রাজপ্রথা না থাকলেও নিয়মনিষ্ঠার কোনও ত্রুটি নেই। মহালয় থেকে যে হোম-এর কাঠ জ্বলতে শুরু করে তা নিভেছে পুজোর শেষ লগ্নে। কয়েকদিন হইহই করে পুজো শেষে শেষলগ্নে সবাই মেতে ওঠেন সিঁদুর খেলায়। আর সেই সিঁদুর খেলা অন্য মাত্রা পায় বর্তমান রানিমা অমৃতা রায়ের অংশগ্রহনে।

Free Access