ad
ad

Breaking News

প্রতারণা

সাধু সেজে প্রতারণা, ফাঁদে পড়ে খোয়ালেন টাকা একাধিক গ্রামের বাসিন্দা

Bangla Jago Desk: কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। সেই লোভ সম্বরণ করতে না পেরে, খোয়ালেন টাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।পুলিশ সূত্রের খবর, ঘাটালের রাধানগর গ্রামের দাসপাড়ায় কয়েকদিন আগে এক এক সাধুর আবির্ভাব হয়। সে দাবি করে, নদিয়ার মায়াপুর থেকে এসেছে। গ্রামের এক ব্যক্তির বাড়িতে চল করে আশ্রয় নেয় সে। কিছুদিনের মধ্যে গ্রামবাসীদের মধ্যে […]

Bangla Jago Desk: কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। সেই লোভ সম্বরণ করতে না পেরে, খোয়ালেন টাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।পুলিশ সূত্রের খবর, ঘাটালের রাধানগর গ্রামের দাসপাড়ায় কয়েকদিন আগে এক এক সাধুর আবির্ভাব হয়। সে দাবি করে, নদিয়ার মায়াপুর থেকে এসেছে। গ্রামের এক ব্যক্তির বাড়িতে চল করে আশ্রয় নেয় সে। কিছুদিনের মধ্যে গ্রামবাসীদের মধ্যে বিশ্বাস অর্জন করে। তাদের হাত দেখে সমস্যার কথা বলে দিত।কিন্তু ঘাটালের এক পরিবার, প্রতারিত হওয়ার পর পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, শুধু ঘাটাল নয়, দাসপুর ও চন্দ্রকোণার বেশ কিছু জায়গায় প্রতারণা করেছে ছদ্মবেশী দুষ্কৃতী।স্থানীয় সূত্রে খবর, সাধু প্রত্যেকে বলত, সবার পরিবারেই এমন কিছু সমস্যা রয়েছে, যার জন্য সংসারে অশান্তি লেগে থাকে। বাড়িতে পুজো করলে সব ঠিক হয়ে যাবে। সাধুর কথা মতো, গ্রামেরই এক ব্যাক্তির বাড়িতে পুজোর আয়োজন করা হয়। সঙ্গে যজ্ঞও হয়।সাধু গ্রামবাসীদের ঘটের মধ্যে টাকা রাখতে বলেন।

ঘটে দশ হাজার করে টাকা রেখে শুরু হয় পুজো। সাধু নিদান দেয়, পুজো শেষ হওয়ার পর ২১ দিন ঘট টিকে ছোঁয়া যাবে না। এরপর পাশের গ্রাম থেকে ফিরে আসব বলে, চম্পট দেয়। সাধু ফিরে না আসায়, সন্দেহ হয়, ঘট খুলে দেখা যায় টাকা হাওয়া। দেখা যায়, অনেকের টাকা নিয়ে পালিয়েছে প্রতারক।ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, প্রতারকের ছবি স্কেচ করানোর পর, বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হচ্ছে।