Bangla Jago Desk: নদী বাঁধ ভাঙন রোধে শাল বল্লা ও বালির বস্তা দিয়ে প্ল্যাটফর্ম করা হয়েছিল। বৃষ্টির তোড়ে তা ভেসে গিয়েছে। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের দেকুড়ি গ্রামের। ভাঙন রোধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ করেছে গ্রামবাসীদের একাংশ। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। অজয় নদের জল বীরভূমের দিকে না গিয়ে আউশগ্রামের দিকে বেশি প্রবাহিত হচ্ছে।
এতে নদের বাঁধ ক্ষয় হচ্ছে। সেই জন্যই সেচ দফতরের পক্ষ থেকে বাঁধ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়। আউশ গ্রামের দেকুড়ি গ্রামের কাছে অজয় নদের বাঁধের ১২০০ মিটার এলাকা জুড়ে ৪২টি পকেট বা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। শাল-বল্লা ও বালির বস্তা দিয়ে পকেট তৈরি করা হয় বাঁধের ধারে। কিন্তু নদের জল সামান্য বাড়তেই পকেট ভেঙে তছনছ হয়ে গিয়েছে। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে এলাকার মানুষ।জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, তিনি এলাকার বিষয়টি জানেন।
কেন এমন হল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বাঁধের ক্ষয়রোধের জন্য গ্রামবাসীদের নিয়ে কাজ করার দাবি উঠেছে। একইসঙ্গে তাঁদের বক্তব্য, পরিকল্পনা করে কাজ না করার জন্যই এই অবস্থা।জেলা পরিষদ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় খুশি এলাকার মানুষ। তাদের দাবি, বাঁধের ক্ষয়রোধের জন্য পাকা ব্যবস্থা নেওয়া হোক।
Free Access