ad
ad

Breaking News

মহালক্ষ্মী

কোচবিহারের ৪০০ বছরের মহালক্ষ্মী পুজোর প্রস্তুতি, লক্ষ্মীর পুজোয় মেতে ওঠেন ভক্তরা

Bengla Jago Desk: আজ থেকে প্রায় ৪০০ বছর আগে রাজ পরিবারে শুরু হয়েছিল মহালক্ষ্মীর আরাধনা। সেই রীতি মেনে আজও পুজো হয়ে চলেছে। পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর পুজোর আয়োজন এখন তুঙ্গে। কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষ্মীর পুজোর শুরু হলেও এখন সেই পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়িতেই মহালক্ষ্মীর পুজো হতো। স্বয়ং মহারাজা ও […]

Bengla Jago Desk: আজ থেকে প্রায় ৪০০ বছর আগে রাজ পরিবারে শুরু হয়েছিল মহালক্ষ্মীর আরাধনা। সেই রীতি মেনে আজও পুজো হয়ে চলেছে। পুরনো রাজ পরিবারের মহালক্ষ্মীর পুজোর আয়োজন এখন তুঙ্গে। কোচবিহারের রাজপ্রাসাদের এই মহালক্ষ্মীর পুজোর শুরু হলেও এখন সেই পুজো হয় কোচবিহার মদনমোহন মন্দিরে। কোজাগরী পূর্ণিমা তিথিতে একসময় রাজবাড়িতেই মহালক্ষ্মীর পুজো হতো। স্বয়ং মহারাজা ও রাজপরিবারের সদস্যরা অংশ নিতেন সেই পুজোয়। বর্তমানে এই পুজোর দায়িত্ব পালন করে কোচবিহার দেবত্তোর ট্রাস্ট।

রাজা বা রাজার রাজত্ব না থাকলেও সেই পুরনো নিয়ম মেনেই আজও মহালক্ষ্মী পুজো হয় ধুমধাম করেই। লক্ষ্মীপুজোর দিন রাজ পরিবারের এই মহালক্ষ্মীর পাশাপাশি দেবরাজ ইন্দ্রের পুজো হয় মদনমোহন মন্দিরে। রাজপরিবারে শুরুহয়া এই পুজো দেখতে আজও ঢল নামে ভক্তদের। সাধারণ লক্ষ্মীপুজোর সঙ্গে রাজ আমলের মহালক্ষ্মী পুজোর পার্থক্য আছে অনেকটাই। রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোয় রয়েছে বলি প্রথা। লক্ষ্মীপুজোর দিন জোড়া পায়রা নয়তো পাঁঠা বলি দিয়ে অন্নভোগ দেওয়ার রীতি ছিল রাজ আমলের পুজোয়।

সাধারণ লক্ষ্মী প্রতিমার সঙ্গে মহালক্ষ্মীর প্রতিমার অনেক পার্থক্য রয়েছে। এখানে মহালক্ষ্মীর বাহন হিসেবে প্যাঁচার পরিবর্তে থাকে হাতি। এই পুজোর আরও অনেক বিশেষত্বর কথা জানিয়েছেন রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য।৪০০ বছর আগে শুরু হওয়া এই পুজোয় অংশ নিতেন মহারাজা। কালের বিবর্তনে রাজ পরিবারের সেই পুজো আজ কোচবিহার মদনমোহন মন্দিরে হলেও গুরুত্ব কমেনি এতটুকুও। রাজ আমলের এই পুজোয় মেতে ওঠে এলাকার লোকজন। মহালক্ষ্মী পুজো দেখতে বহু দূর থেকে আসেন অনেক ভক্ত।

Free Access