ad
ad

Breaking News

টাকি

ইছামতিতে বিসর্জনে এক হয় দুই বাংলা! পর্যটকদের জন্য টাকিতে পুলিশি সহায়তা কেন্দ্র

Bengla Jago Desk: মহাপুজোর আগে টাকির জিরো পয়েন্টে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য চালু হল পুলিশি সহায়তা কেন্দ্র। সীমান্তে পুলিশ সহায়তা কেন্দ্র না থাকার ফলে পর্যটকরা বিভিন্ন সময়ে টাকিতে ভ্রমণে এসে নানা সমস্যার সামনে পড়েন। এখানে কাজ করে না মোবাইল নেটওয়ার্ক। দুর্গাপুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটক ইছামতির বুকে দুই বাংলার বিসর্জন দেখতে ভিড় জমান। প্রয়োজন হলে […]

Bengla Jago Desk: মহাপুজোর আগে টাকির জিরো পয়েন্টে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য চালু হল পুলিশি সহায়তা কেন্দ্র। সীমান্তে পুলিশ সহায়তা কেন্দ্র না থাকার ফলে পর্যটকরা বিভিন্ন সময়ে টাকিতে ভ্রমণে এসে নানা সমস্যার সামনে পড়েন। এখানে কাজ করে না মোবাইল নেটওয়ার্ক। দুর্গাপুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটক ইছামতির বুকে দুই বাংলার বিসর্জন দেখতে ভিড় জমান। প্রয়োজন হলে সেইসব পর্যটক আইনি সহায়তা পেতে সমস্যায় পড়েন। আবার অনেকের হয়রানির শিকার হতে হয়।

এবার সেই সমস্যা সমাধানে পর্যটকদের জন্য বসিরহাট পুলিশ জেলা ও টাকি পুরসভার উদ্যোগে তৈরি হল পুলিশি সহায়তা কেন্দ্র। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ও টাকি পুরসভার উদ্যোগে ইছামতি নদীর পাড়ে চালু হল পর্যটক সহায়তা কেন্দ্র। এই দ্বিতল ভবনে থাকবেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে চালু থাকবে একটি হেল্পলাইন। ফোন করলে পৌঁছে যাবে পুলিশ। পুলিশি সহায়তা কেন্দ্রটি উদ্বোধন করেন বসিরহাট পুলিশ জেলার এসপি ডক্টর জবি থমাস। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি।

হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ, আইসি কৃষ্ণেন্দু ঘোষ।টাকি পুরসভা ও বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন এই পুলিশ সহায়তা কেন্দ্র গড়ে তুলতে। পর্যটকদের জন্য এই দ্বিতল ভবনে থাকছে সমস্ত রকম ব্যবস্থা।ইছামতির বুকে দুই বাংলার বিসর্জন দেখতে প্রতিবছর টাকিতে ভিড় করে হাজার হাজার মানুষ। বিসর্জন ঘিরে এক অন্যরকম পরিবেশ গড়ে ওঠে এই বিখ্যাত পর্যটনক্ষেত্র। ইছামতির বুকে বিসর্জনে দুই বাংলার এক হয়ে যাওয়া দেখার টানে যারা আসেন, তাঁদের জন্য এবার গড়ে তোলা হল পুলিশি সহায়তা কেন্দ্র।

Free Access