Bengal Jago Desk: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অর্থকরী ফসল পান। অন্য নানা চাষবাসের পাশাপাশি পান চাষের ওপর নির্ভরশীল বহু মানুষ। এবার চিন্তায় পড়েছে সেই সমস্ত পানচাষীরা। অবিশ্রান্ত বৃষ্টির জেরে এখনও জলমগ্ন পূর্ব মেদিনীপুরের প্রায় প্রতিটি ব্লক। তার ওপর আবারও ঘনিয়ে আছে দুর্যোগের মেঘ। জেলাজুড়ে প্রশাসনের চরম সর্তকতা জারি। কৃষি প্রধান জেলা পূর্ব মেদিনীপুর।
জেলার ধান চাষের পাশাপাশি প্রধান অর্থকরী ফসল পান। জেলার কোলাঘাট ও পাঁশকুড়া বাদ দিয়ে প্রতিটি ব্লকে বহু চাষি পান চাষের সঙ্গে যুক্ত। তাদের প্রধান জীবিকাই পান চাষ। কিন্তু অতিবৃষ্টিতে জলমগ্ন পানের বরোজ। নষ্ট হয়ে গিয়েছে পান চাষ। জেলায় ২৩টি ব্লকে প্রায় ৬ হাজার ২০০ হেক্টর জমিতে পান চাষ হয়। কয়েকদিন আগে পর্যন্ত তরতাজা সবুজ সতেজ পানপাতা ছিল বরোজ জুড়ে। টানা বৃষ্টি তছনছ করে দিয়েছে সেই পানগাছ।
নষ্ট হয়ে গিয়েছে সমস্ত পানের বরোজ। এখন জমিতে জল দাঁড়িয়ে রয়েছে প্রায় হাঁটু সমান।জেলার পড়ায় সমস্ত পানের বরোজ নষ্ট হয়ে যাওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পানচাষিরা। ২০২১ সালেও পূর্ব মেদিনীপুর জুড়ে বৃষ্টির জলে পান চাষে প্রভূত ক্ষতি হয়েছিল। এবছর আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে চাষ শুরু করেছিলেন চাষিরা। কিন্তু গাছ পরিণত হয়ে যাওয়ার পর গোটা বরোজ চলে গিয়েছে জলের তলায়। ব্যাপক ক্ষতির সামনে পড়ে সরকারি সাহায্যের প্রত্যাশায় চাষিরা এখন তাকিয়ে আছেন প্রশাসনের দিকে।
Free Access