ad
ad

Breaking News

এক ইঞ্চির টেরাকোটা দুর্গা

এক ইঞ্চির টেরাকোটার দুর্গাপ্রতিমা ! অপরূপ শিল্প বাঁকুড়ার বধূর

Bengla Jago Desk: দৈর্ঘ্য মাত্র মাত্র এক ইঞ্চি। ক্ষুদ্র আকারের টেরাকোটার দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির গৃহবধূ অর্পিতা সরকার। মাত্র দু’দিনের মধ্যে তিনি এই দুর্গা তৈরি করেছে। ১ ইঞ্চির এই দুর্গা প্রতিমাতে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা পাঁচমুড়ার টেরাকোটার বিশেষ চাহিদা রয়েছে। বিষ্ণুপুরের মল্ল রাজার আমল থেকে […]

Bengla Jago Desk: দৈর্ঘ্য মাত্র মাত্র এক ইঞ্চি। ক্ষুদ্র আকারের টেরাকোটার দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহির গৃহবধূ অর্পিতা সরকার। মাত্র দু’দিনের মধ্যে তিনি এই দুর্গা তৈরি করেছে। ১ ইঞ্চির এই দুর্গা প্রতিমাতে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা পাঁচমুড়ার টেরাকোটার বিশেষ চাহিদা রয়েছে। বিষ্ণুপুরের মল্ল রাজার আমল থেকে সংরক্ষিত আছে টেরাকোটার বিশেষ নিদর্শন।

বাঁকুড়ার এই গৃহবধূ ঐতিহ্যবাহী টেরাকোটা বেছে নিয়ে বানালেন এক ইঞ্চির দুর্গা। এর আগে তিনি একটি আলপিনের মাথায় তৈরি করেছিলেন মা দুর্গার মুখমণ্ডল। যার দৈর্ঘ্য ছিল এক সেন্টিমিটারের ১০ ভাগের ১ ভাগ। এবার এক ইঞ্চির দুর্গা বানালেন তিনি। এমন শিল্পকর্ম সম্পর্কে অর্পিতাদেবী জানান, যে কোনও বস্তুর মধ্যেই রয়েছে সৌন্দর্য। শিল্পীর চোখ সেই সৌন্দর্যকে খুঁজে নেয়। সেই কারণেই তিনি অপ্রয়োজনীয় বস্তু দিয়ে শিল্প চর্চা করতে পছন্দ করেন।

তার এবারের শিল্পও তেমনই। পুজো আগে এই এক ইঞ্চির টেরাকোটার দুর্গাপ্রতিমা দুর্গাপ্রতিমা নিয়ে খুশি বাঁকুড়া জেলার মানুষ।সংসার সামলে শিল্পের প্রতি বিশেষ টান রয়েছে অর্পিতা সরকারের। সেই টান থেকেই শিল্পভাবনায় নতুনত্ব নিয়ে আসেন তিনি। দুই সন্তানের মা অর্পিতাদেবী যে কোনও বিশেষ উৎসবের আগে তৈরি করে থাকেন নজরকাড়া শিল্প। বিশেষ করে তাঁর ক্ষুদ্র কিংবা সূক্ষ্ম শিল্পচর্চাগুলি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে।

free Access