ad
ad

Breaking News

মুখোরোচক বাড়ির দুর্গাপুজো

বারুইপুরের ‘মুখরোচক’ বাড়ির দুর্গাপুজো উদ্বোধনে চিনের কনসাল জেনারেল

Bengla Jago Desk: বিভিন্ন বারোয়ারি পুজো নজর কাড়ছে বারুইপুরে। সেই ভিড়ে আলাদা করে জায়গা করে নিয়েছে বিখ্যাত ‘মুখরোচক বাড়ির দুর্গাপুজো’। প্রতিবার এই পুজো ঘিরে মানুষের একটা আলাদা আগ্রহ লক্ষ্য করা যায়। এবছরও তার ব্যতিক্রম হল না। বাড়ির পুজো হতে পারে। তাও বারুইপুরের বিখ্যাত মুখোরোচক বাড়ির দুর্গাপুজোর একটা অন্যরকম গুরুত্ব আছে এলাকায় মানুষের কাছে। প্রজন্মের পর […]

Bengla Jago Desk: বিভিন্ন বারোয়ারি পুজো নজর কাড়ছে বারুইপুরে। সেই ভিড়ে আলাদা করে জায়গা করে নিয়েছে বিখ্যাত ‘মুখরোচক বাড়ির দুর্গাপুজো’। প্রতিবার এই পুজো ঘিরে মানুষের একটা আলাদা আগ্রহ লক্ষ্য করা যায়। এবছরও তার ব্যতিক্রম হল না। বাড়ির পুজো হতে পারে। তাও বারুইপুরের বিখ্যাত মুখোরোচক বাড়ির দুর্গাপুজোর একটা অন্যরকম গুরুত্ব আছে এলাকায় মানুষের কাছে।

প্রজন্মের পর প্রজন্ম মুখোরোচক বাড়ির দুর্গাপুজো আছে ভক্তি ও সাংস্কৃতিক অভিব্যক্তির কেন্দ্রবিন্দুতে। ‘মুখরোচক বাড়ির দুর্গাপুজো’ বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের স্থায়ী প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এবারের পুজোয় উপস্থিত ছিলেন চিনের কনসাল জেনারেল ঝাঁ লিও। মুখরোচক বাড়ির পুজো দেখে আপ্লুত তিনি।ধর্মীয় সীমানা অতিক্রম করে সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়। তার চেয়েও বেশি কিছু।

প্রজন্মের পর প্রজন্ম ধরে ‘মুখরোচক বাড়ির দুর্গাপুজো’ আছে ভক্তি ও সাংস্কৃতিক অভিব্যক্তির কেন্দ্রে। সম্প্রীতি এই বাড়ির পুজোর অন্যতম বিশেষত্ব। জানিয়েছেন, মুখরোচকের মালিক প্রণব চন্দ্র।বিখ্যাত এই বাড়ির পুজোয় পারিবারিক ঐতিহ্যের সব ধারা মেনে চলা যায়। তবে এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল সম্প্রীতি। মুখরোচক বড়ির এই তাই আজ এলাকার অন্যতম বনেদি পুজো হিসেবে পরিগণিত হচ্ছে।

Free Access