ad
ad

Breaking News

সিসিটিভি

সিসি ক্যামেরায় মুড়ে গেল মালদা দ্রুত কিনারা হবে অপরাধের

Bangla Jago Desk: পুলিশের কড়া নজর থাকলেও ইদানীং বেড়েই চলেছিল চুরির-ছিনতাই সহ নানা অপরাধমূলক ঘটনা। মালদা জেলার ইংরেজবাজার শহরের সেই অপরাধ মোকাবিলায় পদক্ষেপ করল জেলা পুলিশ। বিস্তীর্ণ এলাকায় অপরাধ দমনে বসানো হল পাঁচশোর বেশি সিসি ক্যামেরা। সেই  ক্যামেরার  মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। এবার যে কোনও অপরাধের দ্রুত কিনারা করতে পারবে পুলিশ। ইংরেজবাজার থানায় সিসিটিভি কন্ট্রোল […]

Bangla Jago Desk: পুলিশের কড়া নজর থাকলেও ইদানীং বেড়েই চলেছিল চুরির-ছিনতাই সহ নানা অপরাধমূলক ঘটনা। মালদা জেলার ইংরেজবাজার শহরের সেই অপরাধ মোকাবিলায় পদক্ষেপ করল জেলা পুলিশ। বিস্তীর্ণ এলাকায় অপরাধ দমনে বসানো হল পাঁচশোর বেশি সিসি ক্যামেরা। সেই  ক্যামেরার  মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। এবার যে কোনও অপরাধের দ্রুত কিনারা করতে পারবে পুলিশ।

ইংরেজবাজার থানায় সিসিটিভি কন্ট্রোল রুম সহ একাধিক পরিকল্পনার উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি পুলিশ রাজেশ যাদব। শুধু মালদা শহরেই থাকবে ১০৭টি নজরদারি ক্যামেরা। যার মধ্যে ৮০টি ইতিমধ্যেই বসানোর কাজ শেষ হয়েছে। শহরের ঢোকা ও বেরোনোর মুখে থাকছে এএনপিআর ক্যামেরা অর্থাৎ “অটোমেটেড নাম্বার প্লেট রিডিং রেকগনাইজেশন সিস্টেম”। এই প্রযুক্তির ফলে শহরে কোথাও কোনও গাড়ি ব্যবহার করে অপরাধমূলক কাজ করে সহজে পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।

নির্দিষ্ট গাড়ি শহরের যে কোনও ট্রাফিক গার্ড বা ক্যামেরা অতিক্রম করলে তা ধরা পড়বে। পুজোর আগেই জেলা জুড়ে সিসিটিভি নজরদারির ব্যবস্থার সম্পূর্ণ কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইজি উত্তরবঙ্গ রাজেশ যাদব।পুজোর আগে অপরাধ দমনে পুলিশের এই পদক্ষেপে খুশি জেলাবাসী। এখন আর কোথাও দুর্ঘটনা হলে বা কোনও চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ ঘটলে অভিযোগ পাওয়ার অপেক্ষায় বসে থাকবে না পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে সরাসরি পৌঁছে যাবে ঘটনাস্থলে।