ad
ad

Breaking News

গঙ্গা

এগিয়ে আসছে সর্বগ্রাসী গঙ্গা! স্কুল তলিয়ে যাওয়ার আশঙ্কায় পড়ুয়া-শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর গঙ্গায় ভাঙন বেড়েই চলেছে। গঙ্গা গিলে খাচ্ছে চাষের জমি ও বাড়ি। এবার অস্তিত্বহীন হওয়ার পথে একটি স্কুল। তলিয়ে যেতে পারে গঙ্গায়। ভয়ে দিন কাটছে মালদার রতুয়ার কাটাহা দিয়াড়া হাইস্কুলের পড়ুয়া ও শিক্ষকদের। রতুয়ায় গত কয়েক বছর ধরে সর্বগ্রাসী চেহারা নিয়েছে গঙ্গা। ভাঙতে ভাঙতে গঙ্গা এগিয়ে এসেছে স্কুলটির কাছে। দুই-তিন দশক […]

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর গঙ্গায় ভাঙন বেড়েই চলেছে। গঙ্গা গিলে খাচ্ছে চাষের জমি ও বাড়ি। এবার অস্তিত্বহীন হওয়ার পথে একটি স্কুল। তলিয়ে যেতে পারে গঙ্গায়। ভয়ে দিন কাটছে মালদার রতুয়ার কাটাহা দিয়াড়া হাইস্কুলের পড়ুয়া ও শিক্ষকদের। রতুয়ায় গত কয়েক বছর ধরে সর্বগ্রাসী চেহারা নিয়েছে গঙ্গা। ভাঙতে ভাঙতে গঙ্গা এগিয়ে এসেছে স্কুলটির কাছে। দুই-তিন দশক আগেও গঙ্গানদীর অবস্থান ছিল মালদার রতুয়ার অপর প্রান্তে বিহারের দিকে। গতবছর নদীভাঙনে গঙ্গাগর্ভে বিলীন হয়ে গিয়েছে রতুয়ার জঞ্জালিটোলা গ্রাম।

আর এবছর গঙ্গা গিলে খাচ্ছে মহানন্দটোলা পঞ্চায়েতের কান্তুটোলা, শ্রীকান্তটোলা প্রভৃতি লোকালয়। এলাকার একমাত্র উচ্চমাধ্যমিক স্কুল কাটাহা দিয়াড়া হাইস্কুল থেকে এখন গঙ্গার দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র তিনশো মিটার। ফলে, স্কুলবাড়ি ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গঙ্গায়। এমন আতঙ্ক তাড়া করছে শিক্ষক, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলেও। ১৯৪৯ সালে রতুয়ার মহানন্দটোলায় তৈরি হয় কাটাহা দিয়াড়া হাইস্কুল। বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৭০০। এলাকায় কয়েক প্রজন্মের পড়াশোনা এই স্কুলকে ঘিরেই।

প্রতিদিনই ভাঙনে নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে পড়ুয়ারা। আর এবার আশঙ্কা খোদ স্কুলবাড়ির অস্তিত্ব ঘিরেই। তাই স্কুল বাঁচানোর কাতর আর্জি ছাত্র-ছাত্রীদের। গত আড়াই দশকে যে নদী ৩০ কিলোমিটার এগিয়ে আসতে পারে, সেই নদী স্কুলের মাত্র তিনশো মিটার দূরে এসে গেলে তো শিউরে ওঠারই কথা। ঠিক এই কারণেই আতঙ্কিত স্কুলের শিক্ষক থেকে অভিভাবকরাও। ভাঙন নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব সরিয়ে রেখে স্কুল বাঁচানোর দাবি উঠেছে। রতুয়ার কাটাহা দিয়াড়া স্কুলের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল প্রশাসন। খুব দ্রুত প্রশাসনিক স্তরে বৈঠক করে স্কুল রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়ে দিয়েছে প্রশাসন।