ad
ad

Breaking News

নৈহাটির বড়মা

বড়মা-র নতুন মন্দিরের দ্বারোঘাটন, এবার নতুন মন্দিরে কষ্টিপাথরের মূর্তির পুজো

Bengla Jago Desk: মহাসমারোহে উদ্বোধন হল নৈহাটির বড়মা মন্দিরের। উদ্বোধন করেন সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা স্থানীয বিধায়ক পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। নবনির্মিত মন্দিরে দু’দিন আগে কষ্টিপাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। এবার মন্দির উদ্বোধন হল। বড়মা-র মন্দির উদ্বোধন ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার […]

Bengla Jago Desk: মহাসমারোহে উদ্বোধন হল নৈহাটির বড়মা মন্দিরের। উদ্বোধন করেন সেচ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা স্থানীয বিধায়ক পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। নবনির্মিত মন্দিরে দু’দিন আগে কষ্টিপাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। এবার মন্দির উদ্বোধন হল। বড়মা-র মন্দির উদ্বোধন ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।নৈহাটির শ্যামাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ অরবিন্দ রোডের বড়মা কালী।

এবছর বড়মার পুজো একশো বছরে পদার্পণ করেছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। নৈহাটি স্টেশনে নেমে অরবিন্দ রোড ধরে ফেরি ঘাটের দিকে যেতেই চোখে পড়বে বড়মার মন্দির। নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই মূর্তির উচ্চতা অনেক বেশি হওয়ায় জনমানসে বড়মা হিসেবে পরিচিতি লাভ করেছে। শক্তিদেবী এখানে অত্যন্ত জাগ্রত বলে করে ভক্তরা। প্রতিমার বিশেষত্ব হল ঘন কৃষ্ণবর্ণ এবং স্বর্ণালঙ্কারে ভূষিত। চিরাচরিত রীতি মেনেই শনিবার কোজাগরী পূর্ণিমায় বড়কালীর কাঠামো পুজো করা হয়।

তারপর সেই কাঠামোর ওপর মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে।নৈহাটির বড়মার মন্দিরে এতদিন কালীমায়ের ছবিতে পুজো করা হতো। কালীপুজোর সময় মাটির বিশালাকার কালীমূর্তিতে পূজিত হন বড়মা। এবার বড়মার নতুন মন্দির তৈরি হয়েছে। এবার নতুন মন্দিরে বড় মা-র পুজোকে ঘিরে জমে উঠবে নৈহাটি।মন্দির উদ্বোধন ঘিরে কার্যত উৎসবের চেহারা নেয় নৈহাটির অরবিন্দ রোড। এতদিন ধরে যে ছবিতে বড়মা পূজিত হতেন নবনির্মিত কষ্টিপাথরের মূর্তি প্রতিস্থাপন হলেও পাশেই রাখা থাকবে সেই চেনা বড়মার ছবি।

Free Access