ad
ad

Breaking News

Weather

Weather: দিল্লি, বিহার ও বাংলায় তাপপ্রবাহের সর্তকতা, উপকূলীয় রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস, দেখে নেওয়া যাক কেমন থাকবে দেশের আবহাওয়া

মৌসম ভবন সূত্রে খবর মধ্যপ্রদেশ, ঝারখন্ড, বিহার পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, উড়িষ্যার কিছু অংশ, পাঞ্জাব এবং হরিয়ানায়, তাপপ্রবাহের সম্ভাবনা

Heat wave alert in Bengal Rain forecast in coastal states

গ্রাফিক্স

Bangla Jago Desk: রাজধানী দিল্লিতে প্রচন্ড গরমের দাপট নাজেহাল দিল্লিবাসী। এই পরিস্থিতি থেকে আপাতত স্বস্তির কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে মৌসম ভবন। দিল্লির পাশাপাশি সপ্তাহ জুড়ে এই পরিস্থিতি চলবে পাঞ্জাবেও। মৌসম ভবন সূত্রে খবর মধ্যপ্রদেশ, ঝারখন্ড, বিহার পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, উড়িষ্যার কিছু অংশ, পাঞ্জাব এবং হরিয়ানায়, তাপপ্রবাহের সম্ভাবনা।

[ আরও পড়ুন: University of Oxford: অবশেষে চুরি যাওয়া ৫০০ বছর পুরনো ব্রোঞ্জের ভারতীয় মূর্তি ফিরিয়ে দেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়]

একই সঙ্গে পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশে জারি তাপপ্রবাহের সর্তকতা। গত সোমবার দিল্লিতে গরম হাওয়া বইছে, বেড়েছে তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে আরও একসপ্তাহ জারি থাকবে এই পরিস্থিতি। আগামী তিন থেকে চার দিন বাঁচতে পারে তাপমাত্রা। সপ্তাহ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার লখনও সহ অন্যান্য জেলায় চলবে, প্রচন্ড গরমের দাপট। আবহাওয়াবিদদের মতে পশ্চিম ী ঝঞ্জা সক্রিয় বলে মনে করা হচ্ছে যার কারণে লখনৌ ও উত্তরপ্রদেশে কিছু জেলায় মেঘের চলাচল দেখা যেতে পারে তবে তা অস্থায়ী হবে। যে কারণেই উদ্ধমুখী হবে পারদ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও বাড়তে পারবে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ কোঙ্কন, গোয়া দক্ষিণ মধ্য মহারাষ্ট্র তেলেঙ্গানা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় কর্নাটকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের।

এছাড়াও উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক কেরালা এবং লাক্ষাদ্বীপের বিভিন্ন অংশে ভারী বর্ষণ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিকিম উত্তর-পূর্ব ভারত দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেইসঙ্গে দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু গুজরাট দক্ষিণ-পূর্ব রাজস্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।