ad
ad

Breaking News

ঘূর্ণাবর্ত

পুজোর মধ্যে ধেয়ে আসছে ‘হামুন’! উপকূলের জেলাগুলিতে বাড়বে দুর্যোগ

সোমবার অর্থাৎ নবমী থেকেই বৃষ্টি শুরু হল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নবমীর সকালে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। নাম দেওয়া হয়েছে ‘হামুন’। নামকরণ করেছে ইরান। হামুনের প্রভাবে নবমী থেকেই রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হয়া বৃষ্টি চলবে দু-তিনদিন। সুন্দরবন এলাকায় প্রভাব বেশি পড়ার আশঙ্কা। Bangla Jago Desk: পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে […]

সোমবার অর্থাৎ নবমী থেকেই বৃষ্টি শুরু হল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নবমীর সকালে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। নাম দেওয়া হয়েছে ‘হামুন’। নামকরণ করেছে ইরান। হামুনের প্রভাবে নবমী থেকেই রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হয়া বৃষ্টি চলবে দু-তিনদিন। সুন্দরবন এলাকায় প্রভাব বেশি পড়ার আশঙ্কা।

Bangla Jago Desk: পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নবমীর সকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম দেওয়া হয়েছে ‘হামুন’। নামকরণ করেছে ইরান। হামুনের প্রভাবে নবমী থেকেই রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হওয়া বৃষ্টি চলবে দু-তিনদিন। সুন্দরবন এলাকায় প্রভাব বেশি পড়ার আশঙ্কা। এরপর গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড়টি। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সেই ঘূর্ণিঝড়। পরে উত্তর-পশ্চিম দিক ছেড়ে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। তারপর ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

হামুনের প্রভাবে সোমবার অর্থাৎ নবমী থেকেই রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। নবমী থেকে একাদশী পর্যন্ত থাকবে এই দুর্যোগ। দশমী ও একাদশীর দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার রাতের মধ্যেই তাদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে শুধু নবমী নয় দক্ষিণবঙ্গে দশমীও মাটি হয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে মেঘলা আকাশ থাকবে। তবে বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে। একাদশীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে। নবমী ও দশমীতে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ২৭ অক্টোবর শুক্রবার রেড রোডে পুজো কার্নিভালের দিন কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। সেদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

Free Access