Bangla Jago Desk: হাবড়া স্টেট জেনারেল হাসপাতালকে আগেই দেওয়া হয়েছে জেলা হাসপাতালের তকমা। চলছে নতুন ভবন নির্মাণের কাজ। সেখানে ১০০ বেড থাকবে। এলাকার মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতালকে ঢেলে সাজানো হচ্ছে। দ্রুত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই চালু হতে চলেছে হাবড়া হাসপাতালের নতুন ভবন।
কিছুদিনের মধ্যেই ১০০ বেডের নতুন ভবনটি চালু হয়ে গেলে চিকিৎসার জন্য হাবড়া এলাকার মানুষের আর কলকাতায় আসতে হবে না। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, এছাড়া আর কী কী সমস্যা রয়েছে তা দেখতে আসেন হাবরা পুরসভার পরপ্রধান সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। আগামী বছরের শুরুতেই নতুন ভবনটি চালু হয়ে যাবে জানান পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা।
অন্যদিকে, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে বসানো হলো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। হাসপাতালের শিশু বিভাগ ও রোগীদের সুবিধার্থে বসানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধায়ক উন্নয়নের তহবিল থেকে এই টকা ব্যয় করা হয়। হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নে খুশি এলাকার মানুষ।
Free Access