ad
ad

Breaking News

অবৈধ বাজি

অবৈধ বাজির রমরমা রুক্ষতে নয়া উদ্যোগ প্রশাসনের

Bangla jago Desk: সম্প্রতি অবৈধ বাজি কারখানায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজ্যে। সেই বিস্ফোরণে বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটে। বাজি শিল্পে অবৈধ কারবার রুখতে পরিবেশ বান্ধব বাজি তৈরির লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এবার পরিবেশ বান্ধব বাজি তৈরির লাইসেন্সের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলার সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে […]

Bangla jago Desk: সম্প্রতি অবৈধ বাজি কারখানায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজ্যে। সেই বিস্ফোরণে বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটে। বাজি শিল্পে অবৈধ কারবার রুখতে পরিবেশ বান্ধব বাজি তৈরির লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এবার পরিবেশ বান্ধব বাজি তৈরির লাইসেন্সের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলার সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে সবুজ বাজির লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। লাইসেন্স দিতে দ্রুত তত্পরতা শুরু হয়েছে বিএসকে কেন্দ্রগুলিতে।

জেলা প্রশাসন সূত্রে খবর, উদ্যম পোর্টালে রেজিস্টেশন এবং ‘শিল্পসাথী’-র ওয়েবসাইটের মধ্যে আবেদন জমা নেওয়া হচ্ছে। আবেদন করতে গেলে জমির কাগজপত্র, ট্রেড লাইসেন্স, আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন নথি লাগছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নিয়ম মেনে ফাঁকা জায়গায় বাজি প্রস্তুত করতে ইচ্ছুক এমন কেউ আবেদন করতে পারেন। আবেদন জমা নেওয়ার পর সমস্ত নথি খতিয়ে দেখা হবে। আবেদকারীর কোনও ক্রিমিন্যাল রেকর্ড রয়েছে কী না খতিয়ে দেখা হবে। সবদিক খতিয়ে দেখে অনুমোদন দেবে প্রশাসন।

এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মোট ৯৫টি আবেদন জমা পড়েছে। আগামী ২৩ তারিখের মধ্যেই জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখে লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদেরি।উৎসবের মরসুমের কথা মাথায় রেখে তৎপরতার সঙ্গে প্রদান করা হবে বৈধ বাজি কারখানার লাইসেন্স। বাজি কারখানার বৈধ লাইসেন্স নিয়ে কেউ যাতে আড়ালে অবৈধভাবে বাজি তৈরি না করেন তা দেখতে কড়া নজরদারি চালাবে প্রশাসন। তেমন কোনও ঘটনা সামনে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক।