Bangla Jago Desk: দক্ষিণ ২৪ পরগনার সবজি ভাণ্ডার বলা হয় ভাঙড়কে। নানা ধরনের সতেজ সবজি কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় যায় ভাঙড় থেকে। শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় ভাঙড়ের সবজি। এমনকী বিশ্বের নানা দেশে রফতানি হয়। শীতকালীন সবজির পাশাপাশি সারা বছরই নানা ধরনের সবজি চাষ হয় ভাঙড়ে। কলকাতার একটা বড় অংশের চাহিদা মেটায়। সেই ভাঙড়ের সবজি প্রায় শেষ হয়ে গেল।
গোটা রাজ্যজুড়ে চলছে লাগাতার বৃষ্টি। চাষের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। গাছ পচতে শুরু করেছে। জমিতে থাকা ফসল তোলার আগেই শেষ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিঘের পর বিঘে জমিতে এখন এই চিত্র। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি সব ফসলের। জল থইথই করছে ধান সহ নানা ধরনের সবজি খেতে। জমিতে পচন ধরেছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, লাউ সহ নানা সবজির। ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভাঙড়ের চাষিরা।
নিম্নচাপের টানা বৃষ্টিতে ভাঙড়ের সবজি খেত জলের তলায় চলে যাওয়ায় প্রভাব পড়বে বাজারে। কলকাতায় লাফিয়ে বাড়তে পারে সবজির দাম। ভাঙড়ের প্রায় ৯০ শতাংশ মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত। নিজেদের জমিতে সারা বছর তাঁরা নানা সবজি চাষ করেন। চলতি বর্ষায় অতিবৃষ্টিতে সব হারিয়ে বড় ক্ষতির মুখে চাষিরা। সরকারি সাহায্যের আশায় ক্ষতিগ্রস্ত চাষিরা তাকিয়ে প্রশাসনের দিকে।
Free Access