ad
ad

Breaking News

ভুয়ো পুলিশ

মিথ্যে পুলিশের পরিচয় দিয়ে টাকা চাওয়া!  হাবরা থেকে গ্রেফতার ভুয়ো পুলিশ

Bangla jago Desk: ভুয়ো পুলিশি কাণ্ডে গ্রেফতার এক যুবক। মিথ্যে পুলিশের পরিচয় দিয়ে টাকা চাওয়ার অভিযোগে ওঠে ওই যুবকের ওপর। হাবরা থানার অন্তর্গত, দক্ষিণ হাবড়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বছর ৩২ এ সৌরভ সুর ওরফে মুন্নাকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সুত্রে খবর, বানিপুর মহিলা কলেজের প্রথম বর্ষের দুই যুবকের কাছ থেকে মিথ্যে পুলিশের পরিচয় দিয়ে […]

Bangla jago Desk: ভুয়ো পুলিশি কাণ্ডে গ্রেফতার এক যুবক। মিথ্যে পুলিশের পরিচয় দিয়ে টাকা চাওয়ার অভিযোগে ওঠে ওই যুবকের ওপর। হাবরা থানার অন্তর্গত, দক্ষিণ হাবড়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বছর ৩২ এ সৌরভ সুর ওরফে মুন্নাকে গ্রেফতার করলো পুলিশ।

পুলিশ সুত্রে খবর, বানিপুর মহিলা কলেজের প্রথম বর্ষের দুই যুবকের কাছ থেকে মিথ্যে পুলিশের পরিচয় দিয়ে দশ হাজার টাকা দাবি করে অভিযুক্ত। কলেজের প্রথম বর্ষের যুবকরা টাকা দিতে অস্বীকার করায় আচকাই মারধোর শুরু করে ভুয়ো পুলিশ বলে অভিযোগ।

এরপরই  তারা থানায় লিখিত অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রাতে বানিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় সৌরভ কে। আজ অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়।

Free Access