ad
ad

Breaking News

মৃতশিল্পী

আবহাওয়ার গতিপ্রকৃতি কারণে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের

Bengla Jago Desk: আবহাওয়ার গতিপ্রকৃতি ঠিক নেই। যখন তখন নামতে পারে বৃষ্টি।গত কয়েকদিনের বর্ষণের প্রবণতা থেকে এখন এটাই মনে আশঙ্কা তৈরি করেছে সবার মনে।পুজোর আগে তাই আমজনতার ভাবনা একটাই উত্সব যেন ভালোয় ভালোয় কেটে যায়।আর শিল্পীদের একটাই চিন্তা সময়ে ঠাকুর তৈরি করে অর্ডার মতো সাপ্লাই দিতে হবে। কারণ কয়েকদিনের বৃষ্টিতে ঠাকুর শুকানো এখন মাথা ব্যথার […]

Bengla Jago Desk: আবহাওয়ার গতিপ্রকৃতি ঠিক নেই। যখন তখন নামতে পারে বৃষ্টি।গত কয়েকদিনের বর্ষণের প্রবণতা থেকে এখন এটাই মনে আশঙ্কা তৈরি করেছে সবার মনে।পুজোর আগে তাই আমজনতার ভাবনা একটাই উত্সব যেন ভালোয় ভালোয় কেটে যায়।আর শিল্পীদের একটাই চিন্তা সময়ে ঠাকুর তৈরি করে অর্ডার মতো সাপ্লাই দিতে হবে। কারণ কয়েকদিনের বৃষ্টিতে ঠাকুর শুকানো এখন মাথা ব্যথার হয়ে উঠেছে।

তাই এখন সময় নষ্ট না করে সর্বক্ষণ ঠাকুর তৈরিতেই মন দিয়েছেন শিল্পীরা।প্রতিমার কাজ শেষ হয়েছে এবার রংয়ের কাজ শুরু হবে।হাতে সময় কম বুঝে দ্রুত মৃন্ময়ীকে রূপদেওয়ার কাজে হাত লাগাচ্ছেন  মৃতশিল্পীরা। কদিনের বৃষ্টিতে কিভাবে ঠাকুর ডেলিভারি করবে, কিভাবে  হবে তাই নিয়েই চিন্তিত ছিল প্রতিমা শিল্পীরা তবে আকাশে আবার নতুন করে রোদের ঝলক দেখা যাওয়ায় চিন্তা দূর হয়েছে শিল্পীদের।

দুর্যোগ কেটে গিয়ে রোদের দেখা দিতেই আবারো জোর কদমে শুরু হয়েছে দুর্গা প্রতিমা গড়ার কাজ।এখন শিল্পীদের একটাই টার্গেট,উমাকে সুন্দরভাবে গড়ে তোলা।ঘরের মেয়ের মতো মাটির মূর্তিকে আপন খেয়ালে বানানোর কাজেই নেমেছেন জয়নগরের গড়েরহাটের মতোই জেলার শিল্পীরাও। মণ্ডপে মহামায়া  না পৌঁছানো  পর্যন্ত তাঁদের দায়িত্ব শেষ হবে না।

Free Access