ad
ad

Breaking News

দুর্গাপ্রতিমা

মাটি রক্ষার বার্তা দিতে ভুট্টা গাছের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা

The Truth of Bengal: প্রতিবছর এমন নানা দুর্গাপ্রতিমা তৈরি করা হয়, যা নজর কাড়ে বিশেষত্বের জন্য। অপ্রচলিত নানা সামগ্রী দিয়ে তৈরি হয় দুর্গাপ্রতিমা। এবার মাটি রক্ষার বার্তা দিতে ভুট্টা গাছের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এমন অভিনব দুর্গা প্রতিমা তৈরি করছেন মালদার বাসিন্দা অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। ভারতীয় শিল্পের সঙ্গে পাশ্চাত্য শিল্পের মেলবন্ধনে […]

The Truth of Bengal: প্রতিবছর এমন নানা দুর্গাপ্রতিমা তৈরি করা হয়, যা নজর কাড়ে বিশেষত্বের জন্য। অপ্রচলিত নানা সামগ্রী দিয়ে তৈরি হয় দুর্গাপ্রতিমা। এবার মাটি রক্ষার বার্তা দিতে ভুট্টা গাছের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এমন অভিনব দুর্গা প্রতিমা তৈরি করছেন মালদার বাসিন্দা অবসরপ্রাপ্ত হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। ভারতীয় শিল্পের সঙ্গে পাশ্চাত্য শিল্পের মেলবন্ধনে ফুটে উঠছে দেবী দুর্গার মূর্তি। বিষ্ণুচন্দ্রের হাতের ছোঁয়ায় একই সঙ্গে রূপ পাচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী।

তবে এখন থেকেই বিশেষ নজর কাড়ছে উমার মূর্তি। মালদা শহরের গভর্নমেন্ট কলোনি বাঘাযতীন ক্লাবে দেখতে পাওয়া যাবে এই অভিনব প্রতিমা।সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা থেকেই এমন প্রতিমা তৈরির পরিকল্পনা শিল্পী বিষ্ণুচন্দ্র সাহার। গত কয়েক বছর ধরেই তিনি মাটি ছাড়া বিভিন্ন উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে এসেছেন। তাই এই বছরও অভিনব পরিকল্পনা নেন। ৬ মাস ধরে তিনি এই প্রতিমা তৈরি করছেন।

এখন পর্যন্ত প্রায় ৭০০টি ভুট্টা প্রয়োজন হয়েছে প্রতিমা তৈরি করতে। ভুট্টা দিয়ে প্রতিমা তৈরির চিন্তাভাবনার কারণ সম্পর্কে তিনি জানান, মাটি রক্ষার বার্তা দিতে তাঁর এই উদ্যোগ।এখন প্রতিমা তৈরি করতে গিয়ে মৃৎশিল্পীরা হিমশিম খাচ্ছেন। মাটির জোগান পাওয়া যাচ্ছে না। আগামীতে  আগামী প্রজন্মের শিল্পীরা মাটি ছাড়াও যেন প্রতিমা তৈরি করতে পারেন এ শিল্পকে ধরে রাখতে পারেন সেই বার্তা দিতেই বিগত কয়েক বছর ধরে তিনি মাটি ছাড়া প্রতিমা তৈরি করে চলেছেন।

Free Access