ad
ad

Breaking News

দুর্গাপ্রতিমা

ক্ষুদ্র শিশির মধ্যে দুর্গা প্রতিমা! অনন্য সাধন শিল্পী তুহিনের

Bengla Jago Desk: একজন শিল্পীর জীবনে হাজার ঝড় বয়ে গেলেও ইচ্ছেশক্তি একদিন তাঁকে পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে। সংসারে অভাব-অনটন পিছু না ছাড়লেও সবকিছু উপেক্ষা করেও তাঁরা অনেক কীর্তি গড়েন। তেমনই একজন হলেন নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়া এলাকার শিল্পী তুহিন মণ্ডল। হোমিওপ্যাথি ওষুধের ছোট্ট কাচের শিশির ভেতরে দুর্গা প্রতিমা একে অনন্য নজির গড়লেন তিনি। মাত্র কয়েক […]

Bengla Jago Desk: একজন শিল্পীর জীবনে হাজার ঝড় বয়ে গেলেও ইচ্ছেশক্তি একদিন তাঁকে পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে। সংসারে অভাব-অনটন পিছু না ছাড়লেও সবকিছু উপেক্ষা করেও তাঁরা অনেক কীর্তি গড়েন। তেমনই একজন হলেন নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়া এলাকার শিল্পী তুহিন মণ্ডল। হোমিওপ্যাথি ওষুধের ছোট্ট কাচের শিশির ভেতরে দুর্গা প্রতিমা একে অনন্য নজির গড়লেন তিনি। মাত্র কয়েক মাস আগে তাঁর আঁকা রবীন্দ্রনাথের একটি ছবি বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল।

বিদেশ থেকে আসে সাফল্যের শংসাপত্র। সম্প্রতি এই কীর্তি গড়তে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ধরে কাজ করে গিয়েছেন। হোমিওপ্যাথি ওষুধের একটি ক্ষুদ্র শিশির ভেতরে এইভাবে যে দুর্গা প্রতিমা আঁকা যায়, তা অকল্পনীয় মনে হতে পারে অনেকের কাছে। সেই অসম্ভবকে সম্ভব করলেন তুহিন। এই সাফল্য সম্পর্কে তুহিন জানিয়েছেন, একটা সময় সাংসারিক অসচ্ছলতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সবকিছু জয় করে এখন তিনি ঘুরে দাঁড়িয়েছেন।

তুহিনের বাবা আব্দুল মুজিব মণ্ডল নিজেও একজন শিল্পী। তিনি চেয়েছিলে, তাঁর ইচ্ছে ছিল সন্তান বড় হয়ে একজন শিল্পী হবে। তবে ছেলে এমন কীর্তি গড়বে তা ভাবতে পারেননি তিনি।এখন অনেক কচিকাঁচা তুহিনের কাছে অঙ্কন শিখতে আসে। হাতে করে তাদের শেখাচ্ছেন অঙ্কনের নানা পর্যায়। ছাত্রদের তালিম দেওয়ার পাশাপাশি তুহুন চান, অঙ্কন শিল্পকলার মধ্যে দিয়ে আগামীদিনে আর প্রতিষ্ঠিত হতে।

Free Access