ad
ad

Breaking News

ডুয়ার্স

সিকিমের বিপর্যয়ের শঙ্কা এসে পড়ল ডুয়ার্সে! পুজোর মুখে মার খাচ্ছে পর্যটন

Bangla Jago Desk: পুজোর সময় বাঙালির পর্যটনে অত্যন্ত পছন্দের জায়গা হয়ে ওঠে সিকিম। পুজোর ঠিক আগে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছে সেই পাহাড়ি রাজ্য সিকিম। তাই এই মুহূর্তে সিকিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। সিকিমের একাধিক রাস্তা, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলিও কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রচুর পর্যটক আটকে পড়েছিলেন সিকিমে। তাঁদের উদ্ধার করা হয়েছে। […]

Bangla Jago Desk: পুজোর সময় বাঙালির পর্যটনে অত্যন্ত পছন্দের জায়গা হয়ে ওঠে সিকিম। পুজোর ঠিক আগে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছে সেই পাহাড়ি রাজ্য সিকিম। তাই এই মুহূর্তে সিকিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। সিকিমের একাধিক রাস্তা, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলিও কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রচুর পর্যটক আটকে পড়েছিলেন সিকিমে। তাঁদের উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারের কাজ। ঠিক সেই পুজোকে কেন্দ্র করে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করেছিলেন ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলেই।

কিন্তু হল ঠিক উল্টো। সিকিমের রেশ এসে পড়ল ডুয়ার্সের পর্যটন শিল্পেও। প্রতিবছর পুজোর প্রাক মুহূর্তে উপচে পড়া ভিড় দেখা যায় ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে। এখন এবার তা দেখা যাচ্ছে না। দেখা নেই পর্যটকদের। প্রাক পুজোর বুকিং বাতিল করছেন পর্যটকরা। ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত লোকজন। তবে সিকিমের কোনও প্রভাব পড়েনি ডুয়ার্সে। তাই ডুয়ার্সে আসা ভয়ের নয় বলে জানাচ্ছেন পর্যটক থেকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা।

সিকিমে বিপর্যয়ের কারণেই ডুয়ার্সের বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এদিকে ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলে বলছেন, সিকিমের কোনও প্রভাব পড়েনি ডুয়ার্সে। ডুয়ার্সের একটা অংশের পাশ দিয়ে তিস্তা নদী চলে গিয়েছে, সেখানেও সেরকম কিছু হয়নি। তাই পর্যটকদের ডুয়ার্সে আসার আমন্ত্রণ জানাচ্ছেন তাঁরা। তাঁদের বার্তা, ডুয়ার্সে আসুন, ডুয়ার্সকে উপভোগ করুন।

Free Access