Bangla Jago Desk: রাঙামাটির জেলার শিল্পের হাটে মেলে হরেক সামগ্রী।রবিঠাকুরের ভাবনায় শিল্পকর্মের সাধনা দিনের পর দিন ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।শিল্প সুষমার এই ইতিহাস ৪৫০০বছরের পুরনো।তাম্র –ব্রঞ্জ যুগে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে ওঠে সেই মহেঞ্জদোরোতেও নৃত্যের ভঙ্গিতে শিল্প নিদর্শন মেলে।ডোকরা হল মোম গলানো ঢালাই পদ্ধতিতে তৈরি একটি শিল্প কর্ম। ডোকরা তৈরির পদ্ধতি বেশ জটিল ও সময় সাপেক্ষ। এর কাজ বেশ সূক্ষ্মও বটে ।প্রথমে পুকুরের লাল বা সাদা মাটি আনা হয় এবং তা দিয়ে মাটির মন্ড তৈরি করা হয়। এরপর সেই মাটি থেকে হাত দিয়ে অবয়ব প্রস্তুত করা হয়। অবয়বটির উপর মোম, তেলের প্রলেপ দেওয়া হয়। একদম শেষে নরম মাটির প্রলেপ লাগানো হয়। একটি ছোট ছিদ্র রাখা হয় যাতে সেখানে দিয়ে গলানো পিতল যুক্ত করা যায়।
এরপর সেটিকে পোড়ানো হয়। পোড়ানোর ফলে মোম গলে সেই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার ওই ছিদ্র দিয়ে গলানো পিতল ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি বা শিল্পকর্মটি বের করে আনা হয়। ধূনা, সরিষার তেল, কয়লা এবং মোম নূন্যতম জিনিস দিয়ে তাঁরা এক অসাধারণ শিল্প প্রস্তুত করেন।এখন শান্তিনিকেতনে রকমারী সামগ্রী বাজারে মিলছে। পসরা সাজিয়ে শিল্পীরা হাজির করছেন ক্রেতাদের দরবারে।পুজোর মুখে চমকের ছোঁয়াও দেওয়া হচ্ছে।শিল্পে চেতনার ছাপ দেখে অনেকেই বলছেন এই শিল্প কর্ম আগামীদিনে আলাদা ব্রান্ডের মর্যাদা আদায় করে নেবে।পুজোর বাজার ধরতে কারিগররা ভিন্ন কিছু করতে চায়।ডোকরার টানেই শান্তিনিকেতন আসে বহু মানুষ।
আর সেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে মেলে এলাহি দ্রব্য। শনিবারের হাট ভীষণভাবে আকর্ষণ করে পর্যটকদের। এই হাটে শিল্পীদের বিভিন্ন পসরা সাজিয়ে বসে থাকতে দেখা যায়। ডোকরা শিল্প থেকে শুরু করে বাটিক কি নেই সেখানে। বাটিকের উদ্ভব শান্তিনিকেতনে হলেও ডোকরার ইতিহাস, ঐতিহ্য কিন্তু বেশ প্রাচীন।এখন এই লালমাটির জেলায় হরেক শিল্পের হাটেও আলাদা দর পায় ডোকরা। সামনেই দুর্গা পুজো।এই সময়ে ডোকরা শিল্প এবং শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের চাহিদা রয়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি মূলত পিতলের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু জিনিসপত্র বেচাকেনার ফলে তাতে তাদের দারুন লাভ হচ্ছে। ডোকরা শিল্প প্রসারের জন্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সরকারি মেলায় ডোকরা শিল্পীরা যাচ্ছেন। এছাড়া ডোকরা শিল্প বিদেশেও রপ্তানি করা হচ্ছে।